, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

মানামায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায় শ্রেষ্ঠ হাফেজ জাকারিয়াকে আরটিএম মিডিয়ার অভিনন্দন

প্রকাশ: ২০১৬-১২-০৩ ২২:২২:১৪ || আপডেট: ২০১৬-১২-০৩ ২২:২২:১৪

Spread the love
মানামায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায় শ্রেষ্ঠ হাফেজ জাকারিয়াকে  আরটি এম মিডিয়ার অভিনন্দন
মানামায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায় শ্রেষ্ঠ হাফেজ জাকারিয়াকে আরটি এম মিডিয়ার অভিনন্দন

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন সংবাদঃ  বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশে^র ৬০টি দেশের শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

তাদেরকে পিছনে ফেলে ১ম স্থান  অধিকার করে দেশ সুনাম ছড়িয়ে দেয়ায় হাফেজ জাকারিয়াকে অভিনন্দন জানিয়েছেন আরটিএম পরিবার।

 সকল প্রতিযোগিকে পেছনে ফেলে ক্বিরাত ও হিফজ উভয় বিভাগে বাংলাদেশে হাফিজ জাকারিয়া প্রথম স্থান অধিকার করে বিশ^কে তাক লাগিয়ে দিয়েছে। উভয় বিভাগে প্রথম স্থান লাভ করা ইতিহাসে বিরল ঘটনা। বাহরাইনের রাজধানী মানামায় গত ২৫ নভেম্বর শুক্রবার শুরু হওয়া প্রতিযোগিতার ফলাফল গত ১ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সে দেশের মন্ত্রী পরিষদের সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তা সহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রথম পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদপত্র হাফিজ জাকারিয়ার হাতে তুলে দেন। হাফিজ জাকারিয়া রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ আলহাজ¦ হাফিজ ক্বারী নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করে ইতিমধ্যে মিশর, জর্ডান, দুবাই, কাতার, কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান সহ একাধিক পুরস্কার লাভ করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে এনেছে। জাকারিয়া মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ইসলামপুর গ্রামের মাওলানা ফয়জুল্লাহ’র ছেলে। 

Logo-orginal