, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান

প্রকাশ: ২০১৬-১২-২৩ ০০:৩৬:১৪ || আপডেট: ২০১৬-১২-২৩ ০০:৩৭:১৬

Spread the love
চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান
চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ  ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি সালাউদ্দিন মাহমুদ বলেন, ’৪৭ সালের স্বাধীনতা-পরবর্তী পাকিস্তানি শাসকের বৈরী আচরণ থেকে এ অঞ্চলের মানুষের অধিকার পুনরুদ্ধার করার জন্য জনতা তাদের জীবন বাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা শত্রু মুক্ত স্বাধীন জাতি হিসেবে পথ চলা শুরু করি। যেখানে স্বাধীনতার মূল স্বপ্নই ছিল শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন আজ তবিক্ষত করে দিয়েছে জবর দখলকারী বর্তমান সরকার। তারা গণতন্ত্রকে পকেটবন্দী করতে জনগণের ভোটের অধিকার, মতপ্রকাশের অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার কেড়ে নিয়েছে। আধিপত্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতেই পরিকল্পিতভাবে ফ্যাসিবাদীরা জাতিকে বিভক্তির দিকে ঠেলে দিয়েছে।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর উত্তর সেক্রেটারি নাজিব আহসানের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন শিবির নেতা মাহবুবুর রহমান, কামাল কুতুবী, ডরদোয়ান জিসান প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করেন। 
আন্তঃথানা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট
মহান বিজয় দিবস উদযাপন উপলে চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের উদ্যোগে আন্তঃথানা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সালাউদ্দিন মাহমুদ। শিবির নেতা রিদোয়ান জিসানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন শিবির নেতা এস কে সিকদার, রাশেদুল ইসলাম, আনোয়ার আজহার, মাহমুদুল হাসান প্রমুখ। প্রতিযোগিতায় ১২টি সাংগঠনিক থানার খেলোয়াড়েরা অংশ নেন।

Logo-orginal