, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

একজন সাদা মনের মানুষ চুনতির শিক্ষিকা কবি হোসনে আরা বেবী

প্রকাশ: ২০১৭-০২-০৩ ০৮:৫০:২৫ || আপডেট: ২০১৭-০২-০৩ ০৮:৫০:২৫

Spread the love

 

একজন সাদা মনের মানুষ চুনতির  শিক্ষিকা কবি হোসনে আরা  বেবী
একজন সাদা মনের মানুষ চুনতির শিক্ষিকা কবি হোসনে আরা বেবী

আলাউদ্দিন , লোহাগাড়া : একজন আদর্শ শিক্ষক তিনিই, যার শিক্ষা ও স্মৃতি দীর্ঘকাল শিক্ষার্থীর মনে গেঁথে থাকে। একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষ হয়ে ওঠার যেমন  পিতা মাতার  অবদান থাকে তেমনি  শিক্ষকদের অবদানও কম নয়। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। আর শিক্ষকরা জাতির প্রধান চালিকাশক্তি। এক কথায় বলা যায়, শিক্ষকরা মানুষ গড়ে তোলেন। পাঠক আজ তেমন একজন আলোকিত শিক্ষকের কথা বলব ।  শিক্ষিকা কবি হোসনে আর বেবী । লোহাগাড়া উপজেলার চুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন । ১৯৮৩ উক্ত স্কুলে যোগদান করেন । উপজেলার চুনতি গ্রামের  উপমহাদেশেরর প্রখ্যাত নৃত্যশিল্পী  বুলবুল চৌধুরী ছোট বোন তিনি। বাবা ছিলেন পাক- ভারত রেলওয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা । বড় বোন রাসেদা  ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মেজবোন রিপাত আরা একজন কথা সাহিত্যিক । শিক্ষার্থীদের নিজের ছেলে মেয়ের মতন করে দেখেন কবি হোসনে আরা বেবী   । তিনি বলেন  শিক্ষার্থীদের ভালবাসা আমাকে মুগ্ধ করে। আর আমার ছাত্র-ছাত্রীর সফলতা আমাকে আনন্দে উদ্বেলিত করে। এছাড়াও তিঁনি একজন ভাল কবি ও আবৃত্তিকার । তাঁর লেখা  কবিতা অনেক স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ অসংখ্য ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে । তাছাড়া এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও তিনি জড়িত রয়েছেন। আরটিএম/ ৩২১৭

Logo-orginal