, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

পূর্ব সুখছড়ী উত্তর কলাউজান তহশীলদার পাড়া কালী বাড়ী প্রাঙ্গনে মহানাম যজ্ঞ

প্রকাশ: ২০১৭-০৩-১৭ ২০:৩৭:৫৯ || আপডেট: ২০১৭-০৩-১৭ ২০:৩৭:৫৯

Spread the love
পূর্ব সুখছড়ী উত্তর কলাউজান তহশীলদার পাড়া কালী বাড়ী প্রাঙ্গনে মহানাম যজ্ঞ
পূর্ব সুখছড়ী উত্তর কলাউজান তহশীলদার পাড়া কালী বাড়ী প্রাঙ্গনে মহানাম যজ্ঞ                                         সুজন দাশ, লোহাগাড়া, চট্টগ্রাম: প্রকৃতির বর্ষ পরিক্রমায় ঋতুরাজ বসন্তের আগমনের মধ্যসময়ে মুখরিত অপরুপ সৌন্দর্য্যে মহাসমারোহে পূর্ব সুখছড়ী উত্তর কলাউজান রামদয়াল তহশীলদার পাড়া শ্রী শ্রী দক্ষিনেশ্বরী কালী বাড়ী প্রাঙ্গনে  তিন দিন ব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

ঔ দিন ছিলো কালী মন্দিরের কালী মায়ের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

ভোজন দৃশ্য
ভোজন দৃশ্য

 

গত ১৪ ই মার্চ থেকে ১৬ ই মার্চ তিন দিন ব্যাপী অনুষ্ঠান মেলার প্রথম দিন অনুষ্ঠিত হয় মহতী ধর্মসভা ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান।  উক্ত মহতী অনুষ্ঠানে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী চন্দন দাশ। এতে প্রধান অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রীযুত বাবু দিলীপ কুমার শীল, উপদেষ্টা, বাগীশিক কেন্দ্রীয় সংসদ। সংবর্ধীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব মো: শাহজাহান পিপি এম বার, ভারপ্রাপ্ত কর্মকর্তা লোহাগাড়া থানা চট্টগ্রাম, মো: আবদুল ওয়াহেদ, চেয়ারম্যান, কলাউজান ইউনিয়ন পরিষদ, লোহাগাড়া চট্টগ্রাম, জনাব রফিকুল  ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরাবাদ ইউনিয়ন পরিষদ।

উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সর্বশ্রী বাবু রাজ বিহারী দাশ, বাবু নারায়ন দাশ, বাবু প্রদীপ কুমার দাশ, বাবু সুলাল ধর, বাবু অজয় দাশ, বাবু মিন্টু কান্তি দাশ প্রমুখ।

পরবর্তীতে আলোচনার সভার সভাপতিত্ব করেন শ্রীযুত বাবু ববি শংকর দাশ, পরিসংখ্যান কর্মকর্তা, কলাউজান লোহাগাড়া চট্টগ্রাম। বিশেষ আলোকিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সনাতনী সমাজের অহংকার, বাগীশিক কেন্দ্রীয় সংসদের, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক,সম্মানিত  প্রভাষক শ্রীযুক্ত বাবু পলাশ কান্তি নাথ রনি।

 

এর পর ১৪ ই মার্চ ঊষালগ্নে শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় দুই দিন ব্যাপী ষোড়শ পহর   ভূবন মঙ্গল মহা নাম যজ্ঞ। এতে নাম মাধুরী অভিসিঞ্চনে ছিলেন কানু গোপাল সম্প্রদায় – পটুয়াখালী, শ্রীগুরু চৈতন্য সম্প্রদায়- ভোলা, মঞ্জুশ্রী সম্প্রদায়- বরিশাল, সীমা সম্প্রদায়- গোপাল গঞ্জ এবং গোপাল বাড়ী সম্প্রদায়- চট্টগ্রাম।

১৭ ই মার্চ প্রত্যুষে মহানাম সংকীর্তন  সহকারে পল্লী প্রদক্ষিণ করে মহা নাম যজ্ঞের পূর্নাহুতি দেয়া হয়।

উক্ত মহোৎসব উপলক্ষে মেলার ও আয়োজন হয়। উক্ত মহানাম যজ্ঞে দূর দূরান্ত হতে  কৃষ্ণ ভক্তগনের আগমন ছিলো চোখে পড়ার মতো।

Logo-orginal