, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

বিশ্বকাপে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তা চেয়েছে কাতার

প্রকাশ: ২০১৭-০৩-০৮ ১৫:৩২:৩০ || আপডেট: ২০১৭-০৩-০৮ ১৫:৩২:৩০

Spread the love
 বিশ্বকাপে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তা চেয়েছে কাতার
বিশ্বকাপে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তা চেয়েছে কাতার

আরটিএমনিউজ২৪ডটকম,  অনলাইন ডেস্ক: কাতারে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা সহ দেশটির সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তা চেয়েছে দেশটির সরকার।

কাতার সফরকারী পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে দেয়া সাক্ষাতের সময়ে এ সব সহায়তা চান কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানি। পাক সেনাবাহিনীর গণসংযোগ পরিদফরের বিবৃতিতে এ কথা জানান হয়েছে।

আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় সহযোগিতার চাওয়ার পাশাপাশি এ লক্ষ্যে প্রয়োজনীয় জনশক্তি যোগানোর জন্যও পাক সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে জেনারেল বাজওয়া কাতারকে কাঙ্ক্ষিত সবক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া, চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে পাক বাহিনীর ভূয়সী প্রশংসা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বাজওয়া।#পার্সটুডে।

Logo-orginal