, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

ইন্দোনেশিয়ায় বাল্যবিবাহ সংশোধনের প্রস্তাব নারী আলেমদের

প্রকাশ: ২০১৭-০৪-২৮ ১৯:৩৩:৪৭ || আপডেট: ২০১৭-০৪-২৮ ১৯:৩৩:৪৭

Spread the love
ইন্দোনেশিয়ায় বাল্যবিবাহ সংশোধনের প্রস্তাব নারী আলেমদের
ইন্দোনেশিয়ায় বাল্যবিবাহ সংশোধনের প্রস্তাব নারী আলেমদের

 আরটিএমনিউজ২৪ডটকম, নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ার নারী আলেমরা বৃহস্পতিবার বাল্যবিয়ের বিরুদ্ধে নজিরবিহীন এক ফতোয়া জারি করেছেন।


দেশটিতে নারী আলেমদের তিন দিন ধরে চলা কংগ্রেসে এই ফতোয়া দেয়া হয়। খবর বাসস’র।

জাভা দ্বীপের সিরেবনে অনুষ্ঠিত এই কংগ্রেসটি ছিল নারী আলেমদের সর্বপ্রথম সবচেয়ে বড় সম্মেলন। সম্মেলন শেষে আলেমরা বেশ কয়েকটি ফতোয়া জারি করেন।

ফতোয়াগুলোর একটি হলো নারীকে যৌন নির্যাতনের বিপক্ষে এবং আরেকটি হলো পরিবেশ বিনষ্ট করার বিপক্ষে।

নারী আলেমরা সরকারের কাছে মেয়েদের বিয়ের বয়স আইনগতভাবে ১৮ ধার্য করার আহ্বান জানিয়েছেন। ইন্দোনেশিয়ায় বর্তমানে মেয়েদের বিয়ের আইনগত বয়স ১৬।

সম্মেলনে অংশগ্রহণকারী আলেমদের অধিকাংশই ইন্দোনেশিয়ার হলেও পাকিস্তান, ভারত ও সৌদি আরব থেকেও নারী আলেমরা সম্মেলনে যোগ দেন।

ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী লোকমান হাকিম সাইফুদ্দিন এ সম্মেলনে যোগ দেন। তিনি বলেন, কর্তৃপক্ষ প্রস্তাবটি বিবেচনা করে দেখবে।

তিনি বলেন, ‘আমি পরামর্শটি সরকারের কাছে নিয়ে যাব।’

ধর্মমন্ত্রী আরও বলেন, ‘এ সম্মেলন নারী-পুরুষের সম্পর্কের ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে সফল হয়েছে।’

ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ এবং বিশ্বে সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয় এই দেশটিতে।

জাতিসংঘের শিশু বিষয়ক দপ্তর ইউনিসেফের হিসাব অনুযায়ী, ইন্দোনেশিয়ায় প্রতি চারজনে একজন মেয়ের ১৮ বছর বয়সের আগেই বিয়ে হয়ে যায়। সুত্রঃ যুগান্তর ।

Logo-orginal