, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

মাওলানা ফখরুদ্দীন (রহ)’ কে জ্ঞানের স্বীকৃতি দিলেন বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা কুতুব উদ্দীন ( মঃ)

প্রকাশ: ২০১৭-০৪-১০ ১৯:৫৪:৫৬ || আপডেট: ২০১৭-০৪-১০ ১৯:৫৯:০১

Spread the love
মাওলানা ফখরুদ্দীন (রহ)’ কে জ্ঞানের স্বীকৃতি দিলেন বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা কুতুব উদ্দীন ( মঃ)
মাওলানা ফখরুদ্দীন (রহ)’ কে জ্ঞানের স্বীকৃতি দিলেন     বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা কুতুব উদ্দীন ( মঃ)

মোঃ ইমাদ উদ্দিন, চন্দনাইশ, চটগ্রাম:  অধ্যাপক মাওলানা ফখরুদ্দীন (রহ)’র জ্ঞানের স্বীকৃতি দিলেন  বায়তুশ শরফের  পীর সাহেব আল্লামা কুতুব উদ্দীন (মঃ) ।

প্রফেসর আল্লামা ফখর উদ্দীন (রাহঃ) কে বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে  পীরে কামেল আল্লামা কুতুব উদ্দীন সাহেবের  রচিত একটি কাসীদা উৎসর্গ করেন।

 

এসময় পীর সাহেব বলেন অধ্যক্ষ ফখরুদ্দীন (রহ) একজন আলেম সমাজের প্রতিভা। তার অভাব বর্তমানে আলেম সহ প্রত্যেক মহলের ব্যক্তিবর্গ হাড়ে হাড়ে ঢের পাচ্ছে। এমন কি তাকে রাষ্ট এবং আলেম সমাজ মূল্যায়ন করতে পারেনি।

কাসীদা
কাসীদা

মূলত একজন হাদিস বিশারদ হিসেবে তিনি শুধু বাংলাদেশেই নয় বরং উপমহাদেশের সকল ইসলামী চিন্তাবিদ ও আলেম উলামাদের নিকট সমাধিক পরিচিত ছিলেন।

 

তার সুন্দর, সহজ ও ব্যতিক্রমী শিক্ষাদান পদ্ধতি দেশে বিদেশে সমাদৃত হয়েছিল।

 

পরিশেষে পীর সাহেব এই মাওলানা রূহের মাগফিরাত কামনা করেন। (আমিন)।

Logo-orginal