, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

শেষ রক্ষা হল না মেসির” কারাদণ্ড বহাল

প্রকাশ: ২০১৭-০৫-২৫ ১২:১২:৫৩ || আপডেট: ২০১৭-০৫-২৫ ১৪:৩৫:০০

Spread the love
কর ফাঁকি মামলা
শেষ রক্ষা হল না মেসির" কারাদণ্ড বহাল
শেষ রক্ষা হল না মেসির” কারাদণ্ড বহাল
আরটিএমনিউজ২৪ডটকম,ক্রীড়া ডেস্কঃ বিশ্বসেরা ফুটবলার যদি হয় দণ্ডিত, ভক্ত হিসাবে আমি লজ্জিত, তবে কর ফাঁকির ধরন নিয়ে তার ভক্তরা অন্ধকারে, দাবী মেসি ভক্ত এক বাংলাদেশী ফুটবলারের ।
কর ফাঁকির মামলায় ২১ মাসের কারাদণ্ডের বিরুদ্ধে স্পেনের সর্বোচ্চ আদালতে আপিল করেছিলেন মেসি। কিন্তু লাভ হল না। শাস্তি বহাল রেখেই বুধবার রায় ঘোষণা করেছেন সুপ্রিমকোর্ট।

২১ মাসের কারাদণ্ডের পাশাপাশি ২১ লাখ ইউরো জরিমানা গুনতে হবে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। তবে মেসির বাবার কারাদণ্ডের মেয়াদ ২১ মাস থেকে ১৫ মাসে নেমে এসেছে।

অবশ্য জেলের ঘানি দু’জনের কেউ টানবেন না! অহিংস অপরাধে স্পেনে দুই বছরের কম জেল হলে সাধারণত কারাবাসে যেতে হয় না। মেসির আর্থিক দিকটা তার বাবাই দেখভাল করেন।
কিন্তু আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে নিজের আয়ের কর পরিশোধের দায় মেসিরই। এএফপি।

Logo-orginal