, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

চেঞ্জ দ্যা আর্থ ফর পিপল নামে একটি পরিবেশবাদী সংগঠনের আত্মপ্রকাশ

প্রকাশ: ২০১৭-০৬-০৬ ০১:০৫:১০ || আপডেট: ২০১৭-০৬-০৬ ০১:০৫:১০

Spread the love
চেঞ্জ দ্যা আর্থ ফর পিপল নামে একটি পরিবেশবাদী সংগঠনের আত্মপ্রকাশ
চেঞ্জ দ্যা আর্থ ফর পিপল নামে একটি পরিবেশবাদী সংগঠনের আত্মপ্রকাশ

মাহমুদুল হাসান শাকুরী, আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা: প্রকৃতি ও পরিবেশের অধিকার নিয়ে কাজ করার অঙ্গিকার নিয়ে যাত্র শুরু করলো চেঞ্জ দ্যা আর্থ ফর পিপল নামে নতুন একটি পরিবেশবাদী সংগঠন।

গতকাল সোমবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে আয়োজিত পরিবেশ বিপর্যয় ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা থেকে এই সংগঠনের যাত্রা শুরু হয়।এতে প্রায় অর্ধশতাধিক নবীন পরিবেশবাদী অংশগ্রহণ করেন। এরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, ঐতিহাসিক বটতলা ও মল চত্ত্বরে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেন।

 

বৃক্ষরোপণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের অন্যতম উদ্যোক্তা মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, চেঞ্জ দ্যা আর্থ ফর পিপল মূলত জীবন, স্বাস্থ্য, মাটি, মানুষ, প্রকৃতি ও পরিবেশের অধিকার নিয়ে কাজ করবে। জলবায়ু জনিত চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রচারাভিজান ও নানামূখী কার্যক্রম পরিচালিত হবে। এবং তাহলেই ধ্বংস প্রায় জীব ও বৈচিত্র সংরক্ষণের মাধ্যমে ভারসাম্যপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠিত হবে।

যেখানে নির্মল বায়ু আর সবুজ বেষ্টনীর অস্তিত্ব খুজে পাবে আগামীর প্রজন্ম।

Logo-orginal