, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে আমরা চট্টগ্রামবাসীর উদ্যেগে রাষ্ট্রদূতকে সম্বর্ধনা ও মেজবান অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৭-০৮-১৯ ০২:১৪:২২ || আপডেট: ২০১৭-০৮-১৯ ০২:১৪:২২

Spread the love
কুয়েতে আমরা চট্টগ্রামবাসীর উদ্যেগে রাষ্ট্রদূতকে সম্বর্ধনা ও মেজবান অনুষ্ঠিত
কুয়েতে আমরা চট্টগ্রামবাসীর উদ্যেগে রাষ্ট্রদূতকে সম্বর্ধনা ও মেজবান অনুষ্ঠিত

আরটিএমন উজ২৪ডটকম, নিজস্ব প্রতিবেদক, কুয়েত:   কুয়েতে আমরা চট্টগ্রামবাসীর উদ্যেগে রাষ্ট্রদূতকে সম্বর্ধনা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে ।

আজ শুক্রবার ১৮ আগস্ট রাত ৯,৩০ মিনিটে ফাহাহিলের জনতা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।

20170818_224140

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশী রাষ্ট্রদূত চট্টগ্রামের কৃতিসন্তান এস এম আবুল কালাম সাহেব ।

 

মাওলানা শাহজাহান ও রোকনউদ্দিনের পরিচালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী জনতা ট্রিডিং এর স্বত্বাধিকারী আলহাজ আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত সম্বর্ধনা ও মেজবান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি জনাব আনিসুজ্জামান, সি আই পি জনাব মোঃ আবদুল্লাহ, জনাব সোলায়মান কামাল, চট্টগ্রাম সমিতির সভাপতি জাফর আহমদ চৌধুরী,  আরটিএমনিউজ২৪ডটকমের নির্বাহী পরিচালক আবুল কাশেমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আমরা চট্টগ্রামবাসীর আহ্বায়ক কাজী মাওলানা ইকবাল ও হাবিব উল্লাহ ইদ্রিসের স্বাগত বক্তব্য মধ্য দিয়ে সুন্দর ও সাবলীল ভাবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সবাই বক্তব্য রাখেন এবং চাটগাঁর ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন ।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

মাননীয় রাষ্ট্রদূত জনাব কালাম সাহেব চাটগাঁবাসীর দাবীর প্রেক্ষিতে ফাহাহিললে সপ্তাহে একদিন দুতাবাসের কার্যক্রম শুরু করার আশ্বাস দেন।

সর্বশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে আপ্যায়ন করিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

 

 

 

 

Logo-orginal