, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

গুগুলে যেভাবে চাকুরী বাগিয়ে নিলেন ১৬ বছরের শর্মা

প্রকাশ: ২০১৭-০৮-০১ ১৩:৪৩:৫২ || আপডেট: ২০১৭-০৮-০১ ১৩:৪৩:৫২

Spread the love
গুগুলে যেভাবে চাকুরী বাগিয়ে নিলেন ১৬ বছরের শর্মা
গুগুলে যেভাবে চাকুরী বাগিয়ে নিলেন ১৬ বছরের শর্মা

ছবি, গুগুল ।

আরটিএমনিউজ২৪ডটকম, নিউজ ডেস্কঃ ইচ্ছা থাকলে উপায় হয়, চেষ্টা করলে সুফল অবধারিত ।

এইদিকে প্রবাদের শতভাগ সুফল ঘরে তুললেন ভারতের হরিয়ানা রাজ্যের অটো রিক্সা চালকের সন্তান হারষিত শর্মা ।

শর্মা ১৬ বছর বয়সে যে সফলতা দেখিয়েছেন, তাতে হৈচৈ পড়ে গেছে তথ্য প্রযুক্তি জগতে ।

অবশেষে আকর্ষণীয় বেতনে গুগলের চাকরি করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে হরিয়ানার কুরুক্ষেত্রের বালক সে হর্ষিত শর্মা (১৬)।

 

চণ্ডীগড়ের সেক্টর ৩৩-এর গভার্নমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। পড়াশোনা করছে আইটি নিয়ে। চলতি মাসেই (আগস্ট) তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ১০ বছর বয়স থেকেই ডিজাইনিংয়ে ঝোঁক হর্ষিতের। ছোটবেলা কাকার অনুপ্রেরণায় ডিজাইনিংয়ে তার হাতেখড়ি। কাকাই তাকে লুকিয়ে লুকিয়ে ডিজাইনিং শেখাতেন। এরপর নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই এই শিক্ষাকে কাজে লাগাতে শুরু করে হর্ষিত। তখন থেকেই বলিউড এবং হলিউড ফিল্মের পোস্টার ডিজাইন করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করত।

এমনকি ডিজিটাল ইন্ডিয়ায় তার কাজের জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে ৭ হাজার টাকা পুরস্কারও পেয়েছিল হর্ষিত।
চণ্ডীগড় নিউজলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে হর্ষিত জানায়, অন্য পাঁচজনের মতো থেমে যায়নি তিনি। গুগলে চাকরির জন্য অনলাইনে খোঁজ করতে শুরু করে। গত মে মাসে নিজের ডিজাইন করা সমস্ত পোস্টার গুগলকে পাঠায় হর্ষিত। তা দেখেই গুগল তাদের এক স্পেশ্যাল প্রোগ্রামের জন্য তাকে বেছে নেয়।

এই স্পেশ্যাল প্রোগ্রামের জন্য তাকে প্রথমে এক বছরের একটা প্রশিক্ষণ দেবে গুগল। প্রশিক্ষণের সময় ৪ লক্ষ টাকা করে স্টাইপেন্ড পাবে এবং প্রশিক্ষণ শেষে প্রতি মাসে হর্ষিতের ঝুলিতে জমা হবে ১২ লক্ষ টাকা। সুত্রঃ ইন্টারনেট ।

Logo-orginal