, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

বান্দরবানে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন নায়ক ইমন

প্রকাশ: ২০১৭-০৮-১৪ ০০:১৮:৩৯ || আপডেট: ২০১৭-০৮-১৪ ০৯:১৫:১৮

Spread the love
বান্দরবানে অল্পের জন্য প্রানে বেচে গেলেন নায়ক ইমন
বান্দরবানে অল্পের জন্য প্রানে বেচে গেলেন নায়ক ইমন

মিজানুর রহমান, আরটিএমনিউজ২৪ডটকম,
বান্দরবান: বান্দরবান শৈলপ্রপাতের ঝর্নায় সুটিং করতে গিয়ে পানিতে ভেসে যান অভিনেতা ইমন। এই সময় ঝর্নার পানিতে থাকা পাথরে ধাক্কা খেয়ে তার হাত ও পায়ে প্রচণ্ড জখম হয়। এবং শরীরের অনেক অংশ থেঁতলে যায় ইমনের।

গতকাল রোববার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে শট দিতে গেলে ঝর্নার পানিতে ভেসে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

জানা যায়, ইমনের ভেসে যাওয়া দেখে দূর থেকে শুটিং ইউনিটের লোকজন দৌড়ে এসে পানি স্রোত থেকে টেনে তোলেন। নির্মাতা মাহমুদ দিদারের “না জাগতিক না পুরান” টেলিফ্লিমের শুটিং-এ এমন দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা।

অভিনেতা ইমন জানান, স্রোতে ভাসা একটি দৃশ্য নেওয়ার ইচ্ছা ছিল। আমি ভাবলাম রিস্ক নিয়ে কাজটা করতে পারলে কাজটা ভাল হবে। সেই হিসেবে রিস্ক নিতে গেলে আমি কোন কিছু বুঝে উঠার আগে বড় দুর্ঘটনার সম্মুখীন হয়। অল্পের জন্য বেঁচে গেছি। এখনো ঐ দৃশ্য চোখে ভাসলে শরীর চমকে উঠে।

নির্মাতা মাহমুদ দিদার জানান, যে জায়গাটায় শুটিং করছিলাম অনেক বিপদজনক জায়গা।

 

তিনি বলেন, ক’দিন ধরে অতিরিক্ত বৃষ্টির ফলে ঝর্নার পানির স্রোত বেড়ে গেছে। যার জন্য কিছু বুঝে উঠার আগেই পানিতে ভেসে গিয়ে ইমন আঘাত পান। তিনি অল্পের জন্য বেঁচে গেছেন, এখন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়ছে। আগামী পরশুদিন (মঙ্গলবার) আমরা ঢাকায় ফিরব।

Logo-orginal