, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

রিয়াল মাদ্রিদে উড়িয়ে গেল বার্সেলোনা

প্রকাশ: ২০১৭-০৮-১৪ ০৯:৩০:২৩ || আপডেট: ২০১৭-০৮-১৪ ০৯:৩০:২৩

Spread the love
রিয়াল মাদ্রিদে উড়িয়ে গেল বার্সেলোনা
রিয়াল মাদ্রিদে উড়িয়ে গেল বার্সেলোনা

আরটিএমনিউজ২৪ডটকম, ক্রীড়া ডেস্কঃ  রাতে কাতালুনিয়ায় মৌসুমের শুরুতেই মুখোমুখি হয়েছিল স্পেনের দুই চিরশত্রু ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সুপারকোপা দে এসপানা বা স্প্যানিশ সুপার কাপের আগ্নি ঝরা ম্যাচে বার্সাকে পাত্তাই দিলো না রিয়াল।

 

ম্যাচে গোল পেলেন লিওনেল মেসি। দুর্দান্ত গোলের পর লাল কার্ড দেখলেন রোনালদো। আত্মঘাতী গোল, হলুদ কার্ডের ছড়াছড়ি, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। ফুটবল বিশ্ব দেখলো আরেকটি রোমাঞ্চকর ক্লাসিকো। অবশেষে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে আরেকটি শিরোপা জয়ের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

FB_IMG_1502680388078

রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ দেখে মনেই হয়নি এতটা রোমাঞ্চ অপেক্ষা করছে দ্বিতীয়ার্ধে। দশম মিনিটে গোলের প্রথম সুযোগ লুইস সুয়ারেস নষ্ট করেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস বরাবর মেরে। ২৫তম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। বলার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল।

প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেন কাসেমিরো, গ্যারেথ বেল, দানি কারভাহাল, মেসি ও জেরার্দ পিকে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জমে উঠে ম্যাচ। আর পঞ্চম মিনিটেই পিকের ভুলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে মার্সেলোর ক্রস তেমন কোনো চাপ ছাড়াই বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে জড়িয়ে দেন স্প্যানিশ এই ডিফেন্ডার। বাকি সময়টায়ও খেলতে পারেননি নিজের মান অনুযায়ী।

ম্যাচের ৮০তম মিনিটে পাল্টা আক্রমণে ইসকোর বাড়ানো বল ধরে পায়ের কাজে পিকেকে পরাস্ত করে ডি-বক্সে ঢুকেই জোরালো শটে চুপ করিয়ে দেন কাম্প নউকে। উপরের ডান কোনা দিয়ে জালে ঢোকা বলটি ঠেকানোর কোনো উপায় জানা ছিল না টের স্টেগেনের।

গোলের পর জামা খুলে গর্জন করে সুগঠিত শরীর দেখান পর্তুগিজ অধিনায়ক। দেখেন হলুদ কার্ডও, যেটি পরে কাল হলো তার। দুই মিনিট পর ডি-বক্সে ডাইভের অভিযোগে রোনালদো দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। অবশেষে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে আরেকটি শিরোপা জয়ের পথে এগিয়ে যায় রিয়াল।সুত্রঃ বিডি প্রতিদিন।

Logo-orginal