, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

অবশেষে শিশুলীগের আত্নপ্রকাশ” ক্ষুব্ধ অভিবাভকরা

প্রকাশ: ২০১৭-০৯-০২ ১৬:৪৪:৩৫ || আপডেট: ২০১৭-০৯-০২ ১৬:৪৪:৩৫

Spread the love

 

অবশেষে শিশুলীগের আত্নপ্রকাশ" ক্ষুব্ধ অভিবাভকরা
অবশেষে শিশুলীগের আত্নপ্রকাশ” ক্ষুব্ধ অভিবাভকরা

আরটিএমনিউজ২৪ডটকম, নিউজ ডেস্কঃ    পিরোজপুরের মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ প্রকাশ ঘটেছে ‘শিশুলীগ’ সংগঠনের। এটি এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল নিউজ ।

চলছে ব্যাপক সমালোচনা, কি হচ্ছে এইসব ? এমন হাজারো প্রশ্ন তুলছে অভিভাবকরা ।

দেশের সবকটি পত্রিকায় স্থান পেয়েছে শিশু লীগের আত্মপ্রকাশের সংবাদটি।

ইতোমধ্যে অনেক অভিভাবক কচিকাঁচা শিশুদের সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

এই প্রথম শিশুদের রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা-সমালোচনা।

উপজেলা শিশুলীগের সভাপতি ইয়ামিন ও সাধারণ সম্পাদক মুন্নার ছবিসংবলিত পোস্টার এখন মঠবাড়িয়া পৌর সভার বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে। ইয়ামিন পৌর শহরের পাঠশালা চতুর্থ শ্রেণির ছাত্র ও নিউমার্কেটের মন্জু মিয়ার ছেলে। আর মুন্না কেএম লতীফ ইনস্টটিউশনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও জুয়েলের ছেলে।

স্কুলশিক্ষক সামসুল আলম জানান, যে বয়সে শিশুদের হাতে থাকবে বই-কলম-খাতা, তারা লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হবে। ঠিক সেই সময়ে যদি রাজনীতিতে জড়িয়ে পড়ে- তবে সেটা হবে জাতির জন্য একটি অশনি সংকেত।

উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান জানান, এই প্রথম শুনলাম শিশুলীগের কথা। তবে শিশুলীগ সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত নয়।

অন্যদিকে পিরোজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার বলেন, আমি যেহেতু দল করি- সেহেতু আমি বলব- শিশুলীগ করলে অসুবিধে নেই।

কারণ তাদের মধ্যে সংগঠনকে জানার চেতনা সৃষ্টি হবে। তাছাড়া অনেক সংগঠনের কেন্দ্রীয়ভাবে অন্তর্ভুক্তি না হলেও তাদের আত্মপ্রকাশ ঘটছে।

তবে এটি হবে সমাজের জন্য অশনি সংকেত, বললেন এক সমাজবিদ ।

Logo-orginal