, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

আবারো হত্যা আর লুটপাট শুরু করেছে মিয়ানমার

প্রকাশ: ২০১৭-০৯-১৪ ১৪:২০:১৪ || আপডেট: ২০১৭-০৯-১৪ ১৪:২০:১৪

Spread the love

আবারো হত্যা আর লুটপাট শুরু করেছে মিয়ানমার
আবারো হত্যা আর লুটপাট শুরু করেছে মিয়ানমার

 আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ কক্সবাজারের নাইক্ষ্যাংছড়ি তুমুর‌্যু সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তে অবস্থিত মুসলিম রোহিঙ্গাদের নতুন এলাকায় অভিযান শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী।

গতকাল থেকে মুসলিম অধ্যুষিত গ্রাম তুম্রু গামে সেনাবাহিনী অভিযান শুরু করলে তাদের সাথে যোগ দেয় স্থানীয় বৌদ্ধরাও। তুম্রু গ্রামে প্রায় ৫ শতাধিক বাড়ির মধ্যে গতকাল ৯৫ বাড়িতে সেনাবাহীনি আগুন ধরিয়ে দেয়।

আজ বৃহস্পতিবার সকাল থেকেও আবার অভিযান শুরু হয়েছে। বাড়ির নারী-পুরুষ সহ সবার উপর আক্রমন ও তাদের উপর গুলি চালানো হয়েছে। লুটপাট করা হচ্ছে বাড়ি ঘরে।

গ্রামের অসংখ্য ঘরে আগুন দেয়া হয়েছে। আগুনের কুন্ডুলী ওপারে বাংলাদেশের নাইক্ষ্যাংছড়ি তুমর‌্যু সীমান্ত থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। গুলির শব্দে প্রকম্পিত হচ্ছে সীমান্ত। আতঙ্কিত মানুষ সীমান্তের কাটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। উৎসঃ নয়া দিগন্ত ।

Logo-orginal