, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

আরকানে বর্বর গনহত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা

প্রকাশ: ২০১৭-০৯-১৫ ১৬:৫৮:৩৯ || আপডেট: ২০১৭-০৯-১৫ ১৬:৫৮:৩৯

Spread the love
আরকানে বর্বর গনহত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা
আরকানে বর্বর গনহত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা

আরটিএমনিউজ২৪ডটকম,  ঢাকা: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশসহ কয়েকটি ইসলামী দলের নেতৃত্বে হাজার হাজার মুসল্লিরা এতে অংশ নিয়েছেন।

শুক্রবার জুমাবাদ হেফাজতে ইসলাম আয়োজিত বিক্ষোভ সমাবেশকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিম জনতার প্রতিবাদে মুখর হয়ে উঠে বায়তুল মোকাররম প্রাঙ্গণ।

FB_IMG_1505472307554

হেফাজতে ইসলামের পূর্বঘোষিত এই কর্মসূচিকে ঘিরে জুমার নামাজের আগ থেকেই হাজার হাজার কর্মী জড়ো হতে থাকেন। হেফাজতের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সাধারণ মানুষও।

জুমার নামাজ শেষে বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না হলে মিয়ানমারের পণ্য বর্জন করতে হবে। ফেরাউনের সময় শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, ঠিক সেভাবে আরাকানেও নির্যাতন করা হচ্ছে। অারাকানে সুচিকে ডুবিয়ে মারা হবে।

বাংলাদেশে সরকারের উদ্দেশ্যে হেফাজত নেতারা বলেন, বার্মার বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। প্রয়োজনে যুদ্ধ হবে।

রোহিঙ্গা মুসলমানদেরকে রক্ষা করতে প্রয়োজনে লং মার্চ করা হবে জানিয়ে তারা বলেন, আমাদের ভাইদেরকে রক্ষা করতে আমরা প্রস্তুত।#শীর্ষ নিউজ ।

Logo-orginal