, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দৈনিক আজাদীর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আরটিএমনিজ২৪ডটকমের শুভেচ্ছা ও শুভকামনা

প্রকাশ: ২০১৭-০৯-০৬ ১০:১৫:২৮ || আপডেট: ২০১৭-০৯-০৬ ১০:১৫:২৮

Spread the love

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দৈনিক আজাদীর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আরটিএমনিজ২৪ডটকমের শুভেচ্ছা ও শুভকামনা
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দৈনিক আজাদীর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আরটিএমনিজ২৪ডটকমের শুভেচ্ছা ও শুভকামনা

আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রামঃ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বহুল প্রচারিত দৈনিক আজাদীর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আরটিএমনিজ২৪ডটকমের শুভেচ্ছা ও শুভকামনা ।

 

অনলাইন সংবাদ পোর্টাল আরটিএমনিউউজ২৪ডটকমের নির্বাহী পরিচালক আবুল কাশেম এক বিবৃতিতে দৈনিক আজাদীর পরিচালনা পরিষদ, সম্পাদক, সাংবাদিক ও পাঠকবৃন্দকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

তিনি বলেন,  চট্টগ্রামের প্রাচীন দৈনিক আজাদী  সুন্দর পথে চলতে চলতে ৫৭ বছর পেরিয়ে ৫৮ বছরে এসে সংবাদ মাধ্যমের স্মারক হিসাবে দৃঢ় অবস্থান তৈরি করেছে ।

দৈনিক আজাদীর এই পথ চলা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সুন্দর এবং গতিশীল কলমের জগতকে সমৃদ্ধ করিবে  বলে আশাবাদ ব্যক্ত করেন। জনাব আবুল কাশেম ।

 

আজাদী অফিসে ফুলেল শুভেচ্ছা ।।

চট্টগ্রামের মাটি ও মানুষের সংবাদপত্র দৈনিক আজাদী ৫৭ বছর পেরিয়ে গতকাল মঙ্গলবার পদার্পণ করেছে ৫৮তম বর্ষে। জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে দৈনিক আজাদী। ফুলে ফুলে ভরে গেছে আজাদী কার্যালয়।

জন্মদিনের সোনালি দিনটিতে শুভেচ্ছা জানাতে আসা বিশিষ্টজনেরা বলেছেন, যেকোনো একটি পত্রিকার জন্য ৫৭ বছর বিশাল একটি ব্যাপার। মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে দীর্ঘকাল জনপ্রিয়তা নিয়ে টিকে থাকা দৈনিক আজাদী এক অনন্য নজির স্থাপন করেছে। দৈনিক আজাদী আজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি এখন চট্টগ্রামের আয়না।

তাঁরা বলেন, দৈনিক আজাদী চট্টগ্রামের অভিভাবকের ভূমিকা পালন করছে। অতীতের মতো ভবিষ্যতেও চট্টগ্রামের স্বার্থের ব্যাপারে আজাদী আপসহীন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

১৯৬০ সালের এ দিনে আত্মপ্রকাশ ঘটে দৈনিক আজাদীর। সুদীর্ঘ এ অভিযাত্রায় নানা চড়াই উৎরাই পার হয়ে আজাদী নিরপেক্ষ এবং বিশ্বস্ত সাংবাদিকতায় রয়েছে অটল। সমাজের প্রতি, মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে সবসময় সত্যের পক্ষে আজাদী। তাই আজাদী পাঠকের আস্থা ও ভালোবাসার প্রতীক।

Logo-orginal