, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

টেস্ট সিরিজ জয়ের স্বপ্ বাস্তবে ধরা দিল না

প্রকাশ: ২০১৭-০৯-০৭ ১৮:১০:৫৬ || আপডেট: ২০১৭-০৯-০৭ ১৮:১০:৫৬

Spread the love
টেস্ট সিরিজ জয়ের স্বপ্ বাস্তবে ধরা দিল না
টেস্ট সিরিজ জয়ের স্বপ্ বাস্তবে ধরা দিল না

 

 আরটিএমনিউজ২৪ডটকম, ক্রীড়া ডেস্কঃ শেষ বিকালে মোস্তাফিজ, তাইজুল আর সাকিবের জ্বলে ওঠায় লিডটা আরেকটু বেশি কেন হলো না- সেই আক্ষেপ পোড়াতেই পারে ভক্তদের। ন্যাথান লায়নের ঘূর্ণি জাদুতে টাইগারদের দ্বিতীয় ইনিংস থামে ১৫৭-তে। অস্ট্রেলিয়ার সামনে সহজ টার্গেট আসে ৮৬ রানের।
সেই টার্গেট তাড়া করতে নেমে ৪৮ রান তুলতেই ৩ উইকেট হারালেও শেষ হাসি অজিবাহিনীরই। শেষ পর্যন্ত একদিন বাকি থাকতেই ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্মিথ বাহিনী।

 

মিরপুরে প্রথম টেস্টে পাওয়া সেই জয় সিরিজ জেতার স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশকে। স্বপ্ন ছিল চট্টগ্রাম টেস্ট অন্তত ড্র করে হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ নেওয়ার। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে ধরা দিল না।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০৫/১০ (১১৩.২ ওভার) (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫,মিরাজ ১১, তাইজুল ৯, মোস্তাফিজ ০*; লায়ন ৭/৯৪, অ্যাগার ২/৫২)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৭৭/১০ (১১৯.৫ ওভার) (রেনশ ৪, ওয়ার্নার ১২৩, স্মিথ ৫৮, হ্যান্ডসকম্ব ৮২, ম্যাক্সওয়েল ৩৮, কার্টরাইট ১৮, ওয়েড ৮, অ্যাগার ২২, কামিন্স ৪, ও’কিফ ৮*, লায়ন ০; মিরাজ ৩/৯৩, মোস্তাফিজ ৪/৮৪, তাইজুল ১/৭৮, সাকিব ১/৮২)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৭/১০ (৭১.২) ( তামিম ১২, সৌম্য ৯, ইমরুল ১৫, নাসির ৫, সাকিব ২, মুশফিক ৩১, সাব্বির ২৪, মুমিনুল ২৯, মিরাজ ১৪*, তাইজুল ৪, মোস্তাফিজ ০; লায়ন ৬/৬০, কামিন্স ২/২৭, ও’কিফি ২/৪৯)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনংস: ৮৬/৩ (১৫.৩ ওভার) (রেনশ ২২, স্মিথ ১৬, হ্যান্ডসকম্ব ১৬* ম্যাক্সওয়েল ২৫*; মোস্তাফিজুর ১/১৬, সাকিব আল হাসান ১/৩৫, তাইজুল ১/২৬)

Logo-orginal