, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

দা-ছুরি ক্রেতা ও বহনকারী নজরদারিতে” বেনজির আহমদ

প্রকাশ: ২০১৭-০৯-০১ ১৯:৩৭:২৩ || আপডেট: ২০১৭-০৯-০১ ১৯:৩৭:২৩

Spread the love
দা-ছুরি ক্রেতা ও বহনকারী নজরদারিতে" বেনজির আহমদ
দা-ছুরি ক্রেতা ও বহনকারী নজরদারিতে” বেনজির আহমদ

 

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন সংবাদঃ র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ঈদুল আজহার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দা-ছুরি ক্রেতা ও বহনকারীদের নজরদারিতে রাখা হয়েছে। এ সময় দা-ছুরি নিয়ে কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে র‌্যাবকে জানানোর অনুরোধও জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীর আফতাবনগর পশুরহাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তায় সবাই খুশি। পশুর হাটে কারো কোনো অভিযোগ নেই। তারপরও র‌্যাব সর্বোচ্চ সতর্কতার মধ্যদিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, র‌্যাবের কঠোর নজরদারিতে অজ্ঞানপার্টি, মলমপার্টির দৌরাত্ম নেই বললেই চলে। সারাদেশে র‌্যাবের ৯টি ব্যাটালিয়ন নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বেনজীর আহমেদ বলেন, পবিত্র ঈদুল আজহার কোরবানী নির্দিষ্ট স্থানে সম্পন্ন করবেন। যত্রতত্র পশু কোরবানী করে পরিবেশ নষ্ট করবেন না।

Logo-orginal