, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin admin

দৃষ্টি হারানো কলেজ শিক্ষার্থী সিদ্দিকুর পেল সরকারি চাকরি

প্রকাশ: ২০১৭-০৯-০৯ ১৬:৪৯:০২ || আপডেট: ২০১৭-০৯-০৯ ১৬:৪৯:০২

Spread the love
দৃষ্টি হারানো কলেজ শিক্ষার্থী সিদ্দিকুর পেল সরকারি চাকরি
দৃষ্টি হারানো কলেজ শিক্ষার্থী সিদ্দিকুর পেল সরকারি চাকরি

পুলিশের টিয়ার শেলের আঘাতে দৃষ্টি হারানো সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে সরকারি চাকরি দেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সরকারি এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে ‘টেলিফোন অপারেটর’ পদে তাকে চাকরি দেয়া হয়।

আগামী ১৪ সেপ্টেম্বর সিদ্দিকুর রহমান তার কর্মস্থলে যোগদানের কথা রয়েছে।

গত ২০ জুলাই পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এসময় বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে।

এক পর্যায়ে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের আঘাতে গুরুতর আহত হন সিদ্দিকুর। এরপর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ শুরু হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের তত্ত্বাবধানে সিদ্দিকুরের চিকিৎসার খরচসহ সার্বিক দায়িত্ব নেয় সরকার।

তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের চিকিৎসায় ভারতের চেন্নাইয়ের একটি চক্ষু হাসপাতালে সরকারি খরচে তার চিকিৎসা করা হয়। কিন্তু তার দু’চোখের দৃষ্টিশক্তি ফেরেনি। এমন অবস্থায় গত ১ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিদ্দিকুরকে সরকারি চাকরি দেয়ার ঘোষণা দিয়েছিলেন। উৎসঃ  বিডি প্রতিদিন ।

Logo-orginal