, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

দেরেশ ক্যাম্পে ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন রদ আল-সালি

প্রকাশ: ২০১৭-০৯-০৪ ২০:৩৮:৫৬ || আপডেট: ২০১৭-০৯-০৪ ২০:৩৮:৫৬

Spread the love
দেরেশ ক্যাম্পে ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন রদ আল-সালি
দেরেশ ক্যাম্পে ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন রদ আল-সালি

আরটিএমনিউজ২৪ডটকম, মধ্যপ্রাচ্যঃ   পশ্চিম তীরের একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সৈন্যদের দ্বারা গুলি চালানো হওয়ার কয়েক সপ্তাহ পর আহত ২১ বছর বয়সী ফিলিস্তিনি রাইড আল সালি মারা গেছেন।

গতকাল রোববার  ( ৩ সেপ্টেম্বর)  সালির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফিলিস্তানী জেল কতৃপক্ষের প্রধান ।

গত ৯ আগস্ট ইসরাইলী অভিযানে মারাত্মক আহত হয়েছিলেন এই যুবক ।

 

প্যালেস্টাইনী প্রিসেনারস কমিটির সভাপতি ইশা কারাকী, সালিহি’র মৃত্যুকে “যুদ্ধাপরাধের” বলে অভিহিত করেন ।
কারণ তিনি দাবি করেন যে, তাকে কমপক্ষে পাঁচবার গুলি করা হয়েছিল।
তিনি বলেন, “নিরস্ত রেখায় গুলি চালানোর পর এই যুবক মারা যায় ।
তিনি আনাদোলু নিউজ এজেন্সিকে জানান।
তারা তাকে গুলি করা ছাড়া তাকে গ্রেফতার করতে পারতো।
উল্লেখ্য,  ইসরাইলি সেনারা ২১ বছর বয়সী রাইড আল-সালিকে পাঁচবার বেথলেহেমের একটি শরণার্থী শিবির ঘিরে রেখেছিল।
ক/৪৯১৭

Logo-orginal