, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

বৃষ্টি এলে এই শহরে

প্রকাশ: ২০১৭-০৯-২১ ১৭:০৩:৩১ || আপডেট: ২০১৭-০৯-২১ ১৮:৫৩:৫৩

Spread the love
বৃষ্টি এলে এই শহরে
বৃষ্টি এলে এই শহরে

আলমগীর মুহাম্মদ সিরাজের কবিতা—-

একটু করে বৃষ্টি এলেই শহরটা দেয় ডুব নালাখাদা সব একাকার গোস্বা লাগে খুব। হাটুপানি কোমরপানি অবশেষে সাতার উন্নতিতে দেশটা নাকি যাচ্ছে হয়ে কাতার।

সিএনজি কার হাবুডুবু রিক্সাগুলোও তাই টেম্পু ট্রাকের বেহাল দশা রক্ষা কারো নাই। বাসাবাড়ির নিচতলাতে পঁচা পানির বান শহরবাসীর বিষ লাগে আজ বৃষ্টিধারার গান।

উন্নয়ণের কর্তৃপক্ষও হিসাব মিলায় খুব এতো পানি দেখে সবার আক্কেলগুড়ুম—চুপ!চাকরীজীবী স্টুডেন্টও চুল টানছে মাথার উন্নতি কি শুধুই তবে কাগজ কলম খাতার?

সবাই বলে চিটাং নাকি সেইম সিঙ্গাপুর ঢাকা হবে নাম্বার ওয়ান নেই তো বেশি দূর। একটু করে বাতাস এলে বন্ধ হঠাৎ কারেন্ট সিটি এবং বলদপুরের কোথায় ডিফারেন্ট?

Logo-orginal