, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

ভারী বৃষ্টিপাতে ফের ভূমিধসের আশংকা

প্রকাশ: ২০১৭-০৯-১১ ১২:০৬:৩৯ || আপডেট: ২০১৭-০৯-১১ ১২:০৬:৩৯

Spread the love
ভারী বৃষ্টিপাতে ফের ভূমিধসের আশংকা
ভারী বৃষ্টিপাতে ফের ভূমিধসের আশংকা

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ  সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীসহ ঢাকা বিভাগ এবং রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিমি) বর্ষণ হতে পারে।

এদিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশংকা রয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মুহাম্মদ আরিফ হোসেন স্বাক্ষরিত এক সতর্কবাণীতে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

এদিকে সতর্কীকরণ কেন্দ্রের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৫৫ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এতে সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। উৎসঃ যুগান্তর ।

Logo-orginal