, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

রাতের কাহিনী

প্রকাশ: ২০১৭-০৯-২৩ ১৩:২৪:০৩ || আপডেট: ২০১৭-০৯-২৩ ১৩:৩৫:৩৮

Spread the love

PicsArt_09-21-01.12.14

তানভীর সিকদার’র কবিতা

রাতের কাহিনী

একটি রাতের কলস ভেঙ্গে দেখি
প্রেমকে নিয় প্রেমিক হাঁটে, একি!
উষ্ণরাতের সময় তখন- বারো
শুনলে এসব বেজার হতে পারো।

তৃষ্ণকাতর প্রেমিক ছাড়ে হাঁফ
ছন্দে বাঁধুন কথার আনাগোনা,
ধর্মরীতে তোমায় দেখা পাপ
হোক না তবু মনের জানা-শোনা।

লজ্জাবতী তোমায় পেতে কাছে
গল্প-গুজব উবুড় হয়ে আছে,
জোছনা আলোয় প্রণয় হবে শুনে
ফিস-ফিসানী ডাঙ্গার মাছে মাছে

একলা প্রেমিক প্রেমের মায়াটাকে
ভুলতে গিয়ে হাতড়ে বেড়ায়
জ্যান্ত হাঁটার আপন ছাঁয়াটাকে।

এমন অনেক গল্প আছে আরো
রানীর মতো নারী তুমি
শুনলে ওসব বেজার হতে পারো।

Logo-orginal