, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

রোহিঙ্গাদের জন্য ১.৫ বিলিয়ন ডলার সাহায্যের ঘোষনা কুয়েতের

প্রকাশ: ২০১৭-০৯-০৯ ১৩:২৪:২৮ || আপডেট: ২০১৭-০৯-০৯ ১৩:২৪:২৮

Spread the love
রোহিঙ্গাদের জন্য ১.৫ বিলিয়ন ডলার সাহায্যের ঘোষনা কুয়েতের
রোহিঙ্গাদের জন্য ১.৫ বিলিয়ন ডলার সাহায্যের ঘোষনা কুয়েতের

ছবি, ধর্মমন্ত্রী মোহাম্মদ আল জাবেরী ।

আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েতঃ রোহিঙ্গা মুসলমানদের সহায়তায় ১.৫ বিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা করেছে কুয়েত ।

গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর)  বিকালে মহামান্য আমীরের পক্ষে  এই ঘোষণা দেন কুয়েতের ধর্ম ও স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ আল জাবেরী ।

সরকারি সংবাদ সংস্থা কুনা সুত্রে প্রকাশ কুয়েত সরকার জরুরী ভিত্তিতে এই সহায়তা প্রদান করিবে ।

গত বুধবার  ( ৬ সেপ্টেম্বর)  কুয়েত পার্লামেন্টের মেম্বাররা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বৌদ্ধ  শাসিত মিয়ানমার সরকারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান মুসলিম বিশ্বকে ।

অন্যদিকে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আল জাবেরী জানান, জরুরী ভিত্তিতে ১.৫ বিলিয়ন ডলার সাহায্যের পাশাপাশি মহামান্য আমীরের আমেরিকা সফর শেষে দেশে ফিরে মিয়ানমার সরকারের বিরুদ্ধে কঠোর কুটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হবে ।

মি: জাবেরী বলেন, নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের খাদ্য, কাপড় ও প্রয়োজনীয় দ্রব্যাদি ত্রাণ সহায়তা দেওয়া হবে ।

মন্ত্রী কুয়েতের নাগরিক ও বিদেশীদের প্রতি রোহিঙ্গাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান ।

 

উল্লেখ্য, কাতার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করতে বর্তমানে আমেরিকা সফরে আছেন কুয়েতের আমীর শেখ জাবের আহমদ আল সাবাহ ।

ক/৯৯১৭

Logo-orginal