, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান কুয়েতস্থ চাটগাঁবাসীর

প্রকাশ: ২০১৭-০৯-০৯ ১২:০৪:০৬ || আপডেট: ২০১৭-০৯-০৯ ১২:০৪:০৬

Spread the love
রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান কুয়েতস্থ চাটগাঁবাসীর
রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান কুয়েতস্থ চাটগাঁবাসীর

আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েতঃ   ইতিহাসের শ্রেষ্ঠ বর্বরতার শিকার আরকান মুসলমানদের সহানুভূতি জানিয়ে প্রতিবাদ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হল কুয়েতে ।

শুক্রবার  ( ৮ সেপ্টেম্বর) কুয়েতস্থ চট্টগ্রাম প্রবাসীদের সামাজিক সংগঠন আমরা  চাটগাঁবাসীর উদ্যেগে রাত সাড়ে ৮ টায় সিটির গুলশান হোটেলে অনুষ্ঠিত হয় ।

রোহিঙ্গাদের প্রতি বার্মিজ সেনা ও বৌদ্ধ সন্ত্রাসীদের জঘন্য বর্বর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা ।

ইতিহাসের জঘন্যতম রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সোচ্চার সব আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারকে যথাযথ ভুমিকা নেওয়ার পরামর্শ দেন প্রবাসীরা ।

 

আমরা চাটগাঁবাসীর আহ্বায়ক জনাব আবুল কাশেমের সভাপতিত্বে ও সাজেদুল করিম মনচুরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুয়েতস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফর আহমদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মোঃ বেলাল হোসেন, জনাব ওমর ফারুক, ব্যবসায়ী মোঃ সাহাবুদ্দিন ।

উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবদুল কাদের, শোইয়াব চৌধুরী লিটনসহ চট্টগ্রামের প্রবাসীরা ।

 

উল্লেখ্য, বৃহত্তর চট্টগ্রামের মানুষের সাথে ঐতিহাসিক আরাকানের চাটগাঁর ঐতিহাসিক সম্পর্কে স্মরণ করেন বক্তরা ।

ক/৯৯১৭

 

Logo-orginal