, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin admin

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ

প্রকাশ: ২০১৭-০৯-১১ ১৯:৩৪:১৭ || আপডেট: ২০১৭-০৯-১১ ১৯:৩৪:১৭

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ করেছে মানবাধিকার কর্মীরা। নীরব গণহত্যা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের কাছে আহ্বান জানিয়েছেন তারা।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে রোববার এ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা  মিয়ানমার সরকারের বিরুদ্ধে এবং গণহত্যা বন্ধের দাবিতে নানা শ্লোগান দিয়েছে। এ সব দাবি সংবলিত ব্যানারও তাদের হাতে ছিল।

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে লন্ডনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এ সময়ে তারা রোহিঙ্গা গণহত্যা বন্ধ করো বলেও শ্লোগান দেয়।

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের গ্রামগুলোতে আগুন দেয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযান নেমেছে দেশটির নিরাপত্তা বাহিনী।  গত বছরের অক্টোবর থেকে এ তৎপরতা শুরু করা হয়। গত মাসের ২৫ তারিখ থেকে এ তৎপরতা আরো প্রচণ্ড হয়ে ওঠে। এটি বন্ধের আন্তর্জাতিক দাবি উপেক্ষা করে অভিযানকে আরো জোরদার করেন মিয়ানমারের কার্যত সর্বময় ক্ষমতার অধিকারী নেতা অং সাচ সুকি।#পার্সটুডে,

Logo-orginal