, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

রোহিঙ্গা মুহাজিরদের মাঝে ত্রাণ বিতরণের সেচ্ছাসেবী হতে যুবকদের প্রতি হেফাজতের আহবান

প্রকাশ: ২০১৭-০৯-১৭ ০০:০৯:৪১ || আপডেট: ২০১৭-০৯-১৭ ০০:০৯:৪১

Spread the love
রোহিঙ্গা মুহাজিরদের মাঝে ত্রাণ বিতরণের সেচ্ছাসেবী হতে যুবকদের প্রতি হেফাজতের আহবান
রোহিঙ্গা মুহাজিরদের মাঝে ত্রাণ বিতরণের সেচ্ছাসেবী হতে যুবকদের প্রতি হেফাজতের আহবান

আরটিএমনিউজ২৪ডটকম, কক্সবাজারঃ  রোহিঙ্গা মুহাজিরদের মাঝে সুষ্ঠু ভাবে ত্রাণ বিতরণের জন্য একহাজার সেচ্ছাসেবীর আহবান করলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি আজ শনিবার (১৬সেপ্টেম্বর) টেকনাফে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষথেকে রোহিঙ্গা মুহাজিরদের মাঝে ত্রাণ বিতরণ শেষে কক্সবাজার জেলা হেফাজতের উদ্যোগে আয়োজাত সংবাদ সম্মেলনে দেশবাসির কাছে এ আহবান জানান।

তিনি বলেন, রোহিঙ্গা মুহাজিরদের জন্য আমাদের অনেকেই সাধ্যমত ত্রাণ নিয়ে আসছেন। অনেক ক্ষেত্রে তা সুষ্ঠু ও সুন্দর ভাবে বিতরণ হচ্ছেনা। এজন্য আমাদের বেশকিছু সেচ্ছাসেবী প্রয়োজন। আমি দেশবাসির নিকট বিশেষ করে তরুণদের আহবান করবো এমহৎ কাজে যোগদান করার জন্য। আমাদের এক হাজার সেচ্ছাসেবী হলেই যথেষ্ট। আমরা সুন্দরভাবে তা বিতরণ করতে পারবো ইনশা আল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ইয়াসিন হাবিব, হাফেজ সালামাতুল্লাহ, মুফতী হারুন ইজহার, মাওলানা মির ইদ্রিস, মাওলানা সরওয়ার, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা কামরুল কাসেমী, মাওলানা ইরফান সাদেক প্রমুখ।

Logo-orginal