, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

লোহাগাড়া চুনতিতে Higher Education & career guidelines সেমিনার সম্পন্ন।

প্রকাশ: ২০১৭-০৯-১১ ০০:১১:২০ || আপডেট: ২০১৭-০৯-১১ ০০:১১:২০

Spread the love
লোহাগাড়া চুনতিতে Higher Education & career guidelines সেমিনার সম্পন্ন।
লোহাগাড়া চুনতিতে Higher Education & career guidelines সেমিনার সম্পন্ন

সাইফুল ইসলাম সাঈম, আরটিএমনিউজ২৪ডটকম, লোহাগাড়া:
“Think big,dream big” শ্লোগানে চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত প্যাথফাইন্ডার ও চুনতি প্রত্যয় এর উদ্যেগে, অত্র বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হলো, Higher education & career guidelines সেমিনার।জনাব
আহসান উল্লাহ এর সঞ্চলনায় শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন অত্র স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল মোমেন ।
উদ্বোধনীবক্তব্য রাখেন প্যাথফাইন্ডারের অন্যতম উদ্যেগতা ও ঢাবি শিক্ষার্থী নূর হোসেন। এরপর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা টপিক নিয়ে আলোচনা করেন । বিজ্ঞান বিভাগের দিকনির্দেশনা দেন, হাফেজ আহমদ(MBBS-GSKMC) ,আহসান উল্লাহ জাওয়াদ(BUET),ডা.আতিকুর রহমান(MBBS-ChMC), ইঞ্জিনিয়ার জুলফিকার খালেদ(MERINE),ডা.শরিফুল ইসলাম (MBBS-DMC),ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলী(DUET) ও সাইফুল ইসলাম সাঈম(IEB)
কলা বিভাগের ছাত্রছাত্রীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন,আব্দুল হালিম(cu), মাইনুল ইসলাম(CU),এডভোকেট ইমতিয়াজ ।
ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,গোফরানুল ওয়াদুদ(Banker), আহসান উল্লাহ (CU),নুর হোসেন(DU), ও রবিউল হাসান রিয়াদ ।
এক্সটারা কু-কারিকুলাম নিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল শিক্ষার্থী সামিন তাহজিব ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ,অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক বাবু অসীম কুমার দাশ , চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির যুগ্ম সম্পাদক
কাশাফুল হক শেহজাদ,চুনতি প্রত্যয়ের সভাপতি জাহেদুল হক ।

শিক্ষার্থী
সমাপনি বক্তব্য রাখেন,অত্র অনুষ্ঠানের অন্যতম পরিচালক জনাব নেজাম উদ্দীন ।তিনি বলেন,” স্বপ্ন দেখো ,স্বপ্ন পূরনে আমরা আছি” ।
আরো উপস্থিত ছিলেন,মোহাম্মদ শওকত(CU),ওয়াহাব রাসেল (IIUC),সরোয়ার আলম(IIUC),নাঈম ইকবাল (NU),হিজবুল্লাহ রায়হান(NU),মোহাম্মনুদ নোমান (NU).নরুল ইসলাম পারভেজ(IIUC),রুবাব মিসওয়ার (DU)জুবাইরুল হক (IBIT),শাহাব উদ্দীন(NU),তুহিন,শুভ,মাহফুজ প্রমুখ ।
অনুষ্ঠানে কুইজের পুরস্কার বিতরণ,গান, প্রশ্নত্তোর পর্ব, নাস্তা বিতরণের মধ্যে সমাপ্ত হয় ।

Logo-orginal