, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

শরৎ” মোহাম্মদ ইমাদ উদ্দীন।

প্রকাশ: ২০১৭-০৯-২৬ ০০:৩৮:৩২ || আপডেট: ২০১৭-০৯-২৬ ০০:৩৮:৩২

Spread the love
শরৎ" মোহাম্মদ ইমাদ উদ্দীন।
শরৎ” মোহাম্মদ ইমাদ উদ্দীন।

বাংলার সংসার ষড়ঋতুর রঙ্গশালা,
এ দেশ ঋতু বৈচিত্রের লীলাভূমি।
বর্ষার বিষন্নতা অতিক্রম করে,
জ্যোৎস্না ও পুষ্প সুষমা নিয়ে আগমন করে শরৎ।
চাঁদের কিরণে পথ ঘাট অপরূপ,
সৌন্দর্য মন্ডিত হয়ে উঠে রাত্রিকালে।
প্রফাত শেফালী ফুলের,
সৌরভে ভরে উঠে শরৎ।
সুনীল গগনে মাঝে মাঝে,
সাদা মেঘ স্তূপীকৃত হয়ে বেড়ায় শরতের।
দিনের সোনালী রোদ্দুরের ঝিলিমিলি,
রাতের ধবধবে জ্যোৎস্নার ক্লান্তি নিয়ে শরৎকাল।

Logo-orginal