, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

শুরুতেই মোস্তাফিজের আঘাত

প্রকাশ: ২০১৭-০৯-০৫ ১৪:২০:৪৬ || আপডেট: ২০১৭-০৯-০৫ ১৪:২০:৪৬

Spread the love
শুরুতেই মোস্তাফিজের আঘাত
শুরুতেই মোস্তাফিজের আঘাত

আরটিএমনিউজ২৪ডটকম, ক্রীড়া ডেস্ক:  অসি শিবিরে প্রথমেই আঘাত হানলেন মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী এ টেস্টে আজ দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩০৫ রানে। এরপর ব্যাট হাতে নামে অস্ট্রেলিয়া।

প্রথম ওভারের তৃতীয় বলেই মোস্তাফিজের বলে মুশফিকের হাতে ধরা পড়েন ম্যাট রেনশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫।

বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তি
পর পর তিন উইকেটের পতনের মাধ্যমে সমাপ্তি ঘটলো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের। অনেকটা বিপর্যয় ঠেলে ঠেলেই একটি সম্মানজনক স্কোর করেছে টাইগাররা। বাংলাদেশের মোট সংগ্রহ ৩০৫ রান।

গতকাল প্রথম দিনে ৯০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৫৩। আজ সকালে মাঠে নামে মুশফিকুর রহিম ও নাসির হোসেন। মুশফিক আজ ৬ রান করে প্যাভেলিয়নে ফিরে গেলেও হাল ধরে থাকেন নাসির হোসেন। গতকালের ১৯ রানের সাথে আজ যোগ করেন আরো ২৬ রান।

এছাড়া মেহেদী হাসান মিরাজ করেন ১১ রান, তাইজুলের সংগ্রহ ৯।

আফসোস নিয়ে নাসিরে বিদায়
আফসোস নিয়েই ফিরে যেতে হলো নাসির হোসেনকে। দীর্ঘদিন পর দলে স্থান পাওয়া নাসির চলে গিয়েছিলেন হাফ সেঞ্চুরির কাছাকাছি। ৫ রান বাকি থাকতে খলনায়ক হয়ে আবির্ভূত হন অসি বোলার অ্যাগার।

মাইলফলক স্পর্শ করলেন নাসির হোসেন
টেস্ট ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের নাসির হোসেন। চট্টগ্রাম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে এ মাইলফলক স্পর্শ করলেন নাসির। এক হাজার রান করতে নাসির হোসেন খেলেছেন ১৯ টেস্ট। ব্যাটিং করেছেন ৩০ তম ইনিংসে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে কম টেস্টে এক হাজার রান করা ব্যাটসম্যানের নাম মুমিনুল হক। এ বাঁহাতি ব্যাটসম্যান মাত্র ১১ টেস্টেই পার করেছেন এক হাজার রানের চৌকাঠ। ১৬ টেস্ট লেগেছিল সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। নাসির হোসেনের সমানসংখ্যক টেস্ট লেগেছে রাজিন সালেহ, সাকিব আল হাসানের। এছাড়া ২০ টেস্টে এক হাজার রান পূর্ণ করেছেন বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সুত্র: নয়া দিগন্ত।

Logo-orginal