, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

সাতকানিয়ায় আরও ৯ রোহিঙ্গা উদ্ধার, কক্সবাজারে প্রেরণ

প্রকাশ: ২০১৭-০৯-২১ ১৭:৫০:৪৬ || আপডেট: ২০১৭-০৯-২১ ১৮:৪৬:৪৫

Spread the love
সাতকানিয়ায় আরও ৯ রোহিঙ্গা উদ্ধার, কক্সবাজারে প্রেরণ
সাতকানিয়ায় আরও ৯ রোহিঙ্গা উদ্ধার, কক্সবাজারে প্রেরণ

সাতকানিয়ায় উদ্ধার হওয়া রোহিঙ্গা শরণার্থীরা

মোঃ জাহেদুল ইসলাম, সিনিয়র রিপোর্টার, আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রাম: সাতকানিয়া থেকে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জনকে উদ্ধার করেছে পুলিশ। তারা উপজেলার কেরানীহাট এলাকায় আশ্রয় নিয়েছিলো।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তাদেরকে উদ্ধারের পর কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে।

পুলিশ এ পর্যন্ত সাতকানিয়া থেকে ১৪২ জন রোহিঙ্গাকে উদ্ধার করে শরণার্থী ক্যাম্পে পাঠিয়েছে।

জানা গেছে, মায়ানমারের রাখাইনে সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা এসব রোহিঙ্গারা সাতকানিয়ার বিভিন্ন এলাকায় এসে আশ্রয় নিয়েছে; এমন খবর পেয়ে পুলিশ নজরদারি শুরু করে। পরে আজ ১০নং কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাটে আশ্রয় নেয়া মোট ৯ জন জনকে উদ্ধার করে। যাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। এর পূর্বে ১৪নং পুরানগড় ইউনিয়ন থেকে ২৫ জন, ১৩নং বাজালিয়া ইউনিয়ন থেকে ১৬ জন, ১১নং কালিয়াইশ ইউনিয়ন থেকে ৭৭ জন, ৬নং এওচিয়া ইউনিয়নে আশ্রয় নেওয়া ১৫ জনকে গত ১ সপ্তাহের বিভিন্ন সময়ে থানা পুলিশ উদ্ধার করে কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে প্রেরণ করে।

এদিকে সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন এলাকায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন।

Logo-orginal