, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

সাতকানিয়ায় টিভির সামনে দর্শকদের ভিড়

প্রকাশ: ২০১৭-০৯-১৩ ১৯:৪০:২৩ || আপডেট: ২০১৭-০৯-১৩ ২০:১৩:৫২

Spread the love
সাতকানিয়ায় টিভির সামনে দর্শকদের ভিড়
সাতকানিয়ায় টিভির সামনে দর্শকদের ভিড়

মো. জাহেদুল ইসলাম, সিনিয়র রিপোর্টার, আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রাম: মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে টিভির সামনে ভিড় করেন সাতকানিয়ার মানুষ। কখন কি হয় এমন ভাবনায় দিনরাত টেলিভিশনের সামনে বসে সঠিক খবরটি পাবার অপেক্ষা করেন হাজার হাজার দর্শক।

সাতকানিয়ার প্রতিটা পাড়া-মহল্লার দোকানগুলোতে দেখা গেছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ের এমন চিত্র। উপজেলার ছোট বড় চা দোকানগুলোতে ক্রেতা না থাকলেও টিভি দর্শকদের ভিড়ে পরিপূর্ণ। আবার দেখা গেছে টেলিভিশনের শো-রুমগুলোর সামনে এলইডি মনিটরে খবরের চ্যানেল দিয়ে জনতার সঠিক সময়ে সংবাদ প্রাপ্তির আকাঙ্খা।

রোহিঙ্গা পরিস্থিতি জানতে টিভির সামনে অপেক্ষমাণ এক দর্শক জানান, ” আমরা শুধু দেখতে চাই রোহিঙ্গাদের কখন কি হয়।

রোহিঙ্গাদের শেষ পরিণতি কি হবে তা জানার জন্য খাওয়া দাওয়া ছেড়ে প্রকৃত খবর শ্রবণের অপেক্ষায় থাকেন দর্শকরা।

Logo-orginal