, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Avatar 1prewettmary1987

স্কুল শিক্ষার্থীরা মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা মানছে না

প্রকাশ: ২০১৭-০৯-১৭ ২১:০৭:২২ || আপডেট: ২০১৭-০৯-১৭ ২১:৪৪:১৭

Spread the love
স্কুল শিক্ষার্থীরা মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা মানছে না
স্কুল শিক্ষার্থীরা মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা মানছে না

সিনিয়র রিপোর্টার, আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রাম: সাতকানিয়ার ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের সকাল সিফটের ছুটি হয়েছে। দুপর ১টা ১০ মিনিটে তিন বন্ধু মিলে বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। এর মধ্যে একজন পকেট থেকে মোবাইল ফোন বের করে ব্যবহার করছে আর হাঁটছে। অন্য দু’জন গল্প করছে। গেটের সামনে গেলে দেখা যায় আরো কয়েকজন ছাত্র স্মার্ট ফোন ব্যবহার করতে করতে বেরিয়ে যাচ্ছে। মসজিদের পাশে রাস্তায় দাঁড়িয়ে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কয়েকজন ছাত্রকেও স্মার্ট ফোন ঘাটতে দেখা যায়।

এবার দ্বিতীয় সিফটের ক্লাস শুরু হবে। ভেতরে প্রবেশ করতেই স্কুলের নতুন একাডেমিক ভবনের পশ্চিমে একদল ছাত্র দাঁড়িয়ে রয়েছে। এ সময় তাদের মধ্যে একজন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত রয়েছে। খানিক এগোতেই স্কুলের ঘণ্টা শুনে দৌড় দিয়ে নতুন একাডেমিক ভবনের ভেতরে প্রবেশ করলো ওই ছাত্ররা।

টিনশেড ভবনের একপাশে ৬ষ্ঠ শ্রেণির ক্লাসরুম, অপর পাশে দশম শ্রেণি। তখনও শিক্ষকরা ক্লাসে প্রবেশ করেনি। এ সময় ছাত্রদের দেখা যায় গল্প, আড্ডায় মজে থাকতে। ১০ম শ্রেণির ক্লাসরুমের সামনে থাকা বেঞ্চের ওপর বসে এক ছাত্র মোবাইলে ঘাটছে। এ সময়ে অন্যরা তাকে ঘিরে বসে রয়েছে। মিনিট পাঁচেক অবস্থান করার পর ওই ছাত্রটি পুনরায় মোবাইল নিয়ে ভবনের বাহিরে চলে যায়। এর কিছুক্ষণ পরেই দেখা মেলে ১০ম শ্রেণির সামনের বারান্দায় এক ছাত্র মোবাইলে কথা বলতে বলতে আসছে।  কিছুক্ষণ পরে মোবাইলটি পকেটে ঢুকিয়ে রাখে।

শুধু ছদাহা কেঁওচিয়া উচ্চ  বিদ্যালয় নয়, উপজেলার অধিকাংশ স্কুলের একই অবস্থা। স্কুলে ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না। অনায়াসে ছাত্র-ছাত্রীরা মোবাইল নিয়ে প্রবেশ করছে স্কুলগুলোতে।

স্কুলে নিষিদ্ধ হলেও শিক্ষার্থীরা ব্যাগে লুকিয়ে আনে মোবাইল ফোন। ক্লাস শুরু, ক্লাসে ঘণ্টার পর, টিফিন এবং স্কুল প্রাঙ্গণে ও ক্লাস শেষে বাহিরে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করছে।

বিদ্যালয়ের  ৬ষ্ঠ ও ৭ম শ্রেনির কয়েকজন ছাত্র জানায়, বড় ভাইয়েরা (৯ম ও ১০ম শ্রেণির ছাত্র) মোবাইল ফোন স্কুলেই ব্যবহার করে। স্যাররা না থাকলে তারা ব্যাগ বা পকেট থেকে মোবাইল ফোন বের করে কথা বলে। অনেক সময়ে ভিডিও গান শুনতেও দেখা যায়।

এব্যাপারে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অলি উল্লাহ জানান, বিদ্যালয়ে মোবাইল ফোন আনা নিষেধ রয়েছে। শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করলে ক্লাসের মনোযোগ নষ্ট হয়। এ বিষয়ে ছাত্রদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। অনেক সময় তল্লাশি করে মোবাইল পাওয়া গেলে তা জব্দ করে অভিভাবকদের ডেকে দেয়া হয়।

তিনি বলেন, শনিবার (১৭ সেপ্টেম্বর) ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের তল্লাশি করে বেশ কয়েকটি মোবাইল জব্দ করা হয়। তারপরেও অনেকে লুকিয়ে মোবাইল ফোন আনতে পারে। এ বিষয়ে শিক্ষকরা খুব কঠোর অবস্থানে রয়েছে। মাঝেমধ্যে তল্লাশি করা হবে। কারো কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Logo-orginal