, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

হুসেইন মুহম্মদ এরশাদ ও সৌদি বাদশাহ’র বৈঠক

প্রকাশ: ২০১৭-০৯-০৪ ১৫:৪৭:৫৪ || আপডেট: ২০১৭-০৯-০৪ ১৫:৪৭:৫৪

Spread the love
হুসেইন মুহম্মদ এরশাদ ও সৌদি বাদশাহ’র বৈঠক
হুসেইন মুহম্মদ এরশাদ ও সৌদি বাদশাহ’র বৈঠক

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সৌদি বাদশাহ’র আমন্ত্রণে হজ্ব পালন শেষে ২ সেপ্টেম্বর সৌদি বাদশাহ সালমান বীন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে করেছেন।

আজ জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের মিনা প্যালেসে অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য রতনা আমিন হাওলাদার এমপি ও মেজর খালেদ আখতার উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে বিরাজমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। সৌদি বাদশাহ সাবেক প্রেসিডেন্টের সম্মানে মিনা প্যালেসে এক নৈশভোজেরও আয়োজন করেন। # বিজ্ঞপ্তি,

Logo-orginal