, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

আজকে সারা দিনই বৃষ্টি হবে, উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের শঙ্কা

প্রকাশ: ২০১৭-১০-২১ ১২:৩৩:৪৪ || আপডেট: ২০১৭-১০-২১ ১২:৩৪:১৭

Spread the love

আজকে সারা দিনই বৃষ্টি হবে, উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের শঙ্কা
আজকে সারা দিনই বৃষ্টি হবে, উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের শঙ্কা
আরটিএমনিউজ২৪ডটকম,চট্টগ্রাম: বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, শনিবারও (২১ অক্টোবর) দিনের অধিকাংশ সময় বৃষ্টি ঝরবে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সারা দেশেই। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। তবে বিকেলে বৃষ্টিপাত কমে যাবে।
এ কারণে আজও চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের শঙ্কাও দেখছে আবহাওয়া অফিস।

এদিকে দেশের ৪ সমুদ্রবন্দর চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। আর নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখন পর্যন্ত স্থল নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজকে সারা দিনই বৃষ্টি হবে। আগামীকাল বৃষ্টি কমতে পারে।

গতকাল শুক্রবার ৬টা থেকে আজ শনিবার ৬টা পর্যন্ত ঢাকায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে ২৭১ মিলিমিটার।

বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি পারাপার বন্ধ রয়েছে।এসব নৌপথে সব ধরনের লঞ্চ চলাচলও বন্ধ। তবে সদরঘাট থেকে চাঁদপুর, বরিশাল রুটে বড় লঞ্চগুলো ছাড়ছে।

Logo-orginal