, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের জানাযা আজ বাদ আছর

প্রকাশ: ২০১৭-১০-১৮ ১২:০৩:১৮ || আপডেট: ২০১৭-১০-১৮ ১২:৩১:২৯

Spread the love

কুয়েতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের জানাযা আজ বাদ আছর
কুয়েতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের জানাযা আজ বাদ আছর
আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েতঃ কুয়েতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের নামাজে জানাযা আজ বাদ আছর কুয়েতস্থ সাবাহ হাসপাতালে অনুষ্ঠিত হবে ।

আজ বুধবার ( ১৮ অক্টোবর ) কুয়েত স্থানীয় সময় বিকাল ৩ টায় ( বাদ আছর ) সাবাহ হাসপাতালের মর্গের পাশে নামাজে জানাযা পড়ানো হবে।

ফোনে আরটিএমনিউজ২৪ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন দূতাবাস কর্মকর্তা মোহাম্মদ শফিক ।

জানাযায় প্রবাসী বাংলাদেশী্দের উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন কুয়েতস্থ বাংলাদেশী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।

কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের মা-ছেলেমেয়েসহ পাঁচ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু
কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের মা-ছেলেমেয়েসহ পাঁচ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু

আজ জানাযা শেষে জুনাইদ আহমদের স্ত্রী ও ছেলেমেয়ের মরদেহ সাবাহ হাসপাতালের মর্গে রাখা হবে ।

আজ রাতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা হয়ে কাল বৃহস্পতিবার সকালে সিলেটের মৌল্ভীবাজারের কমলগঞ্জের গ্রামের বাড়ীতে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।

এইদিকে, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলের আব্দুল লতিফ খান জানান এরই মধ্যে সরকারি সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।দূতাবাস থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। এবং লাশ বহনের সম্পূর্ণ খরচ দূতাবাস তথা বাংলাদেশ সরকার বহন করেছেন বলে বিষয়টি সংবাদিকদের নিশ্চিত করেছেন।

কুয়েতে বিমানের কান্ট্রি ম্যানেজার দিবাকর দেওয়াজির সাথে যোগাযোগ করলে তিনি জানান, আজ মধ্যরাত ( ১৯ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় কুয়েত সময়) ১২:১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নং বিজি ০৪৪ এই বিমানেই মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হবে। ফ্লাইটটি ১৯ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮:৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে কুয়েতের সালমিয়াতে একটি পাঁচতলা ভবনে অগ্নিকান্ডে জুনাইদ আহমদের পরিবারের সব সদস্য নিহত হন।

প্রবাসী জুনাইদ আহমদ দুর্ঘটনার সময় অফিসে ছিলেন ।

নিহতরা হলেন-প্রবাসী জুনায়েদের দুই ছেলে এমাদ ও ফাহাদ, দুই মেয়ে জামিলা ও নাবিলা এবং তার স্ত্রী রোকেয়া বেগম।

তাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামে। দুর্ঘটনার সময় রোকেয়া বেগমের স্বামী জুনায়েদ মিয়া বাসার বাইরে ছিলেন।

Logo-orginal