, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কুয়েতের মন্ত্রী পরিষদের পদত্যাগ

প্রকাশ: ২০১৭-১০-৩১ ০০:৫১:০২ || আপডেট: ২০১৭-১০-৩১ ০০:৫১:০২

Spread the love

কুয়েতের মন্ত্রী পরিষদের পদত্যাগ
কুয়েতের মন্ত্রী পরিষদের পদত্যাগ
আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েতঃ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ মোবারক আল সাবাহর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের পদত্যাগ করেছেন।

আজ ৩০ অক্টোবর (সোমবার) স্থানীয় সময় দুপুর ১টায় দেশটির মহামান্য আমীর বরাবর পদত্যাগ পেশ করেন মন্ত্রী পরিষদ।

কুনা সুত্রে এই সংবাদ প্রচারিত হচ্ছে দেশটির সব গণমাধ্যমে।

তবে কুয়েতের মন্ত্রী পরিষদ সচিব বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দেশটির আমীর শেখ সাবাহ জাবের আহমদ আল সাবাহ পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।

এবং অন্য এক আদেশে বর্তমান মন্ত্রী পরিষদকে নতুন পরিষদ গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে বলেছেন।

কুয়েত টাইমস সুত্রে জানা যায়, হেলথ বীমা ও পেট্রোলের মূল্য বৃদ্ধি নিয়ে বিরোধী দলীয় সাংসদদের আপত্তির মুখে প্রধানমন্ত্রী শেখ মোবারক আল সাবাহর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ পদত্যাগ করছেন।

Logo-orginal