, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের মা-ছেলেমেয়েসহ পাঁচ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: ২০১৭-১০-১৬ ২২:৩১:৩৮ || আপডেট: ২০১৭-১০-১৭ ০০:২১:৩৭

Spread the love

ব্রেকিংনিউজ

কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের মা-ছেলেমেয়েসহ পাঁচ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু
কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের মা-ছেলেমেয়েসহ পাঁচ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু

আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েত:  কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের মা-ছেলেমেয়েসহ পাঁচ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু।

হাওয়ালী জেলার সালমিয়ার একটি ভবনে অগ্নিকান্ডের এই হ্রদয় বিদারক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা সবাই  সিলেট মৌলভীবাজারের কুয়েত প্রবাসী মোহাম্মদ জুনাইদের পরিবারের সদস্য।

কুয়েতস্থ জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেন ।

জনাব জুনাইদের দুই ছেলে, দুই মেয়ে ও সহধর্মিনীসহ নিহত পাঁচজনের মরদেহ মোবারক আল কবির হাসপাতালের মর্গে রয়েছে।

 

জানা যায়, হাওয়ালি জেলার সালমিয়ার একটি ভবনের ৪র্থ তলায় চার সন্তান ও স্ত্রী ভাড়া বাংলাদেশি জুনাইদ আহমেদ ।

আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন সালমিয়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ।
অগ্নিকাণ্ডের সময়  জুনায়েদ আহমেদ অফিসে ছিলেন। বাসায় অবস্থানরত অগ্নিকাণ্ডে মারা গেছেন। তারা হলেন স্ত্রী  রোকেয়া বেগম, বড় মেয়ে জামিলা, বড় ছেলে ইমাদ, দিতীয় মেয়ে নাবিলা, ছোট ছেলে ফাহাদ ।

এইদিকে পুরো কুয়েত জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। প্রবাসী বাংলাদেশীরা শোকাহত ।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত ও কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ও শোকাহত জুনাইদ আহমেদকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

 

 

Logo-orginal