, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েত প্রবাসীদের ভালবাসায় সিক্ত জুনাইদ পরিবারের জানাযা সম্পন্ন, রাতে দেশে পাঠানো হবে মরদেহ

প্রকাশ: ২০১৭-১০-১৮ ২০:১৭:২৫ || আপডেট: ২০১৭-১০-১৮ ২০:১৭:২৫

Spread the love

কুয়েত প্রবাসীদের ভালবাসায় সিক্ত জুনাইদ পরিবারের জানাযা সম্পন্ন, রাতে দেশে পাঠানো হবে মরদেহ
কুয়েত প্রবাসীদের ভালবাসায় সিক্ত জুনাইদ পরিবারের জানাযা সম্পন্ন, রাতে দেশে পাঠানো হবে মরদেহ
আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েত: “সব প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে” তবে কিছু মানুষের মৃত্যু ভুলা যায়না ।

তেমনি আলোচিত হ্রদয় বিদারক মৃত্যুর ঘটনা হল সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জের কুয়েত প্রবাসী জুনাইদ আহমদের পরিবারের ।

জানাযা
জানাযা

তাদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে আজ,
জানাযায় হাজার হাজার প্রবাসী বাংলাদেশী আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

সৃষ্টি হয় এক হ্রদয় বিদারক দৃশ্যের, নিহতরা প্রবাসীর আত্নার আত্মীয়, কে কাকে সান্ত্বনা দেবে বুঝা যাচ্ছিল না ।

উপস্থিত প্রবাসীরা স্ত্রী-ছেলেমেয়ে হারিয়ে নিঃস্ব জনাব জুনাইদ আহমেদকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেছে।

জানাযা:

আজ বুধবার (১৮ অক্টোবর)আঁছরের নামাজের পর পর সেলাইবিকাত কবরস্থানে উক্ত জানাযার নামায অনুষ্ঠিত হয় ।

আছরের নামাজ পর পরই নামাজে জানাযা সম্পন্ন হয়।

বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব আবদুল লতিফ খান,বাংলাদেশ ইঞ্জিনিয়ার এসোসিয়েশন সদস্য জনাব রুহুল আমিন খান বিশিষ্ট আলেম-ওলামা,ব্যবসায়ী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বেশ কিছু কুয়েতী, পাকিস্তানী, ইন্ডিয়ান ও মিশরের নাগরিক জানাযায় অংশগ্রহণ করেন।

এইদিকে, কুয়েতে বিমানের কান্ট্রি ম্যানেজার দিবাকর দেওয়াজির সাথে যোগাযোগ করলে তিনি জানান, আজ মধ্যরাত ( ১৯ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় কুয়েত সময়) ১২:১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নং বিজি ০৪৪ এই বিমানেই মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হবে। ফ্লাইটটি ১৯ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮:৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

গত সোমবার সালমিয়ার একটি ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা এখন আলোচিত। সোশ্যাল মিডিয়া জগতে ব্যাপক সহানুভূতি প্রকাশ করেছে বাংলাদেশী প্রবাসীরা ।

কুয়েতি ও বিদেশীরাও খুবই মর্মাহত হয়েছেন উপরোক্ত দুর্ঘটনায় ।

20171018_154742
ইতিমধ্যে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্তে নেমেছে স্বরাষ্ট্র ও মিউনিসিপ্যাল কতৃপক্ষ।
আগামী সপ্তাহের ১ম কার্যদিবসে রিপোর্ট জমা দেবে সংশ্লিষ্ট পক্ষ।

Logo-orginal