, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

ইসলামী ব্যাংকে কুয়েত ফাইন্যান্স হাউসের সব শেয়ার কিনে নিল এস আলম গ্রুপ

প্রকাশ: ২০১৭-১০-০৭ ০০:৩৩:৪৬ || আপডেট: ২০১৭-১০-০৭ ০০:৫২:৫০

Spread the love
ইসলামী ব্যাংকে কুয়েত ফাইন্যান্স হাউসের সব শেয়ার কিনে নিল এস আলম গ্রুপ
ইসলামী ব্যাংকে কুয়েত ফাইন্যান্স হাউসের সব শেয়ার কিনে নিল এস আলম গ্রুপ

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা:   বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের প্রায় সাড়ে ৮ কোটি শেয়ার কিনেছে এস আলম গ্রুপ, যার বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা।

বিদেশি প্রতিষ্ঠান কুয়েত ফাইন্যান্স হাউসের এ শেয়ার বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে কিনে নেয় গ্রুপটি। এক্ষেত্রে ব্রোকারেজ প্রতিষ্ঠান লংকা বাংলা সিকিউরিটিজের মাধ্যমে বিক্রি হয় শেয়ার। এস আলম গ্রুপ তাদের মালিকানাধীন ব্রোকারেজ হাউস রিলায়েন্স সিকিউরিটিজের মাধ্যমে শেয়ারগুলো কিনেছে। তবে এ ব্যাপারে এস আলম গ্রুপের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সিএসই সূত্র জানায়, গত বৃহস্পতিবার কুয়েত ফাইন্যান্স হাউস তাদের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের মোট ৮ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৭৮২টি শেয়ার বিক্রি করে, যা ব্যাংকের মোট শেয়ারের ৫ দশমিক ২৫ শতাংশ। ওই দিন সিএসইর মোট লেনদেন ছিল ২৯২ কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ২৫৬ কোটি টাকা। এ লেনদেনের মধ্যে ২৫০ কোটি টাকার শেয়ার বিক্রি হয় শুধু কুয়েত ফাইন্যান্স হাউসের, যা এককভাবে কিনে নেয় এস আলম গ্রুপ।

নিয়মানুসারে কোনো কোম্পানির উদ্যোক্তা পরিচালক নিজ কোম্পানির শেয়ার বিক্রি করতে চাইলে ৩০ কার্যদিবস আগে স্টক এক্সচেঞ্জে ঘোষণা দিতে হয়। তবে কুয়েত ফাইন্যান্স হাউস উদ্যোক্তা বা পরিচালক না হওয়ায় এ শেয়ার বিক্রির আগাম ঘোষণা দেয়ার প্রয়োজন ছিল না। এদিকে কুয়েত ফাইন্যান্স হাউস সব শেয়ার বিক্রি করলেও ইসলামী ব্যাংকে এখনও কুয়েত সরকারের আরেক প্রতিষ্ঠান দ্য পাবলিক ইন্সটিটিউট ফর সোস্যাল সিকিউরিটির নামে ১০ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৯৪১ শেয়ার রয়েছে, যা ইসলামী ব্যাংকের মোট শেয়ারের প্রায় সাড়ে ছয় শতাংশ।

উল্লেখ্য, শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ১৯৮৩ সালে দেশে বেসরকারি উদ্যোগে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়। সে সময় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংকটিতে বড় বিনিয়োগ করে।সুত্রঃ ইন্টারনেট।

Logo-orginal