, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

তানভীর সিকদার এর রোমান্টিক ছড়া– ‘সাওয়াল’

প্রকাশ: ২০১৭-১০-০১ ১৬:৫০:০৩ || আপডেট: ২০১৭-১০-০১ ১৭:২১:৩৬

Spread the love

PicsArt_09-21-01.12.14

সাওয়াল
তানভীর সিকদার

কোচিং শেষে খুনসুটিতে
কাজলমাখা চোখ দু’টিতে
ভুল করেও একটু ফিরে
তাকাবে না?

তোমার হাসির সুষমাতে
বকুল ফুলের উপমাতে
আঁকার মতো শিল্পী আমি;
আঁকাবে না?

পেছন রেখে ওই কটিদেশ
লাজের কারু সব করে শেষ
আমার দিকে মুখটি ওগো
বাঁকাবে না?

কথার ছলে সুখ-দরদের
রাতের ছাদে এই মরদের
কপাল মাঝে আলতো ছোঁয়া
মাখাবে না?

লুকায় রাখা বুকের ফুলে,
সিনান সেরে মনের ভুলে
ফুলের কুঁড়ি পাপড়ি মেলে
দেখাবে না?

শীতের কাঁপা উমের ভোরে
যখন আমি ঘুমের ঘোরে
অফিস যেতে ফোনটি করে
জাগাবে না?

হঠাৎ আবার মায়ের বলাঃ
কোচিং ফেরত নারীর চলা-
ছড়ার তালে প্রশ্ন করে
রাগাবে না।

আরটিএমনিউজে বিজ্ঞাপন দিন, সহযোগী হোন

বিজ্ঞাপন মূল্য তালিকা

rtm_ad

Logo-orginal