, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

যেসব দেশ যাচ্ছেন রাশিয়া বিশ্বকাপে

প্রকাশ: ২০১৭-১০-১১ ১৩:০৭:২৮ || আপডেট: ২০১৭-১০-১১ ১৩:০৭:২৮

Spread the love
যেসব দেশ যাচ্ছেন রাশিয়া বিশ্বকাপে
যেসব দেশ যাচ্ছেন রাশিয়া বিশ্বকাপে

আরটিএমনিউজ২৪ডটকম, ক্রীড়া ডেস্কঃ গতকাল পর্যন্ত কোন কোন দেশ রাশিয়া বিশ্বকাপে সুযোগ পাচ্ছে  তাহা বেশ আলোচনা ছিল ।

কেননা বড় বড় দলের তখনও টিকিট নিশ্চিত হয়নি। তবে বুধবার সকালের পর প্রায় অধিকাংশ দলের টিকিট নিশ্চিত হয়েছে।

বুধবার রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা, পর্তুগালসহ বড় দলগুলো। অবশ্য বাদ পড়েছে নেদারল্যান্ডস-চিলির মতো দল।

এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে ২৩ দল।

এশিয়া থেকে ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে। অন্যদিকে ইউরোপ (উয়েফা) থেকে বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া ও স্পেন পেয়েছে রাশিয়ার টিকিট। আফ্রিকা (সিএএফ) থেকে মিসর ও নাইজেরিয়া এবং কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান) থেকে কোস্টারিকা, মেক্সিকো ও পানামা পেয়েছে রাশিয়ার টিকিট।

 

ফুটবল দুনিয়ার প্রিয় দল দক্ষিণ আমেরিকার থেকে ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।

Logo-orginal