, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

স্টেট কাউন্সিলর অং সান সু চির মন্ত্রী কিয়াও টিন্ট সোয়ে সংক্ষিপ্ত সফরে ঢাকায়

প্রকাশ: ২০১৭-১০-০২ ১০:১৫:৫৩ || আপডেট: ২০১৭-১০-০২ ১০:১৬:২৭

Spread the love
স্টেট কাউন্সিলর অং সান সু চির মন্ত্রী কিয়াও টিন্ট সোয়ে সংক্ষিপ্ত সফরে ঢাকায়
স্টেট কাউন্সিলর অং সান সু চির মন্ত্রী কিয়াও টিন্ট সোয়ে সংক্ষিপ্ত সফরে ঢাকায়

চলমান রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনার উদ্দেশ্যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তর বিষয়ক মন্ত্রী কিয়াও টিন্ট সোয়ে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন।

গতকাল রবিবার রাত ৮টার দিকে তিনি ঢাকায় আসেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছেন।

আজ সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কিয়াও টিন্ট সোয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর পরিকল্পিত হত্যা ও ধ্বংসযজ্ঞ শুরুর পর পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে। এ নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে সু চি তার মন্ত্রীকে বাংলাদেশে পাঠাচ্ছেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন টিন্ট সোয়ে। তবে মিয়ানমারের মন্ত্রী দেশটির সেনাবাহিনীর দমন-পীড়নে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার যাচ্ছেন না। যদিও বাংলাদেশ এ ব্যাপারে মিয়ানমারের কাছে অনুরোধ জানিয়েছিল।

মন্ত্রী টিন্ট সোয়ে আজই ঢাকা ছাড়বেন বলেও জানান ওই কর্মকর্তা।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, রাখাইন থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা এখন সাত লাখ ছাড়িয়েছে।

Logo-orginal