, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

এখনো বাংলাদেশ সীমান্তে প্রবেশের অপেক্ষায় ২০ হাজার রোহিঙ্গা

প্রকাশ: ২০১৭-১১-০২ ২০:০৭:১০ || আপডেট: ২০১৭-১১-০২ ২০:০৭:১০

Spread the love

এখনো বাংলাদেশ সীমান্তে প্রবেশের অপেক্ষায় ২০ হাজার রোহিঙ্গা
এখনো বাংলাদেশ সীমান্তে প্রবেশের অপেক্ষায় ২০ হাজার রোহিঙ্গা
আরটিএমনিউজ২৪ডটকম,নিউজ ডেস্কঃ
আনজুমান সীমান্তে প্রবেশের অপেক্ষায় ২০ হাজার রোহিঙ্গা । মিয়ানমারের রাখাইনে এখনও চলছে সহিংসতা। ফলে জীবন বাঁচাতে এখনো সীমান্তের কাটাতার ও নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসছে হাজার হাজার রোহিঙ্গা। প্রতিবেদন দৈনিক নয়া দিগন্তের।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালেও কক্সবাজারের উখিয়ার পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে তিন হাজারেও বেশি রোহিঙ্গা নাফ নদী পার হয়ে শূন্য রেখায় অবস্থান করছেন।

তারা জানিয়েছেন, মিয়ানমার সেনা ও সশস্ত্র মগ উগ্রপন্থীদের নির্যাতন, নিপীড়ন সহ্য করতে না পেরে গত দুই দিন ধরে সীমান্তের ওপারে মেদি এলাকায় জড়ো হয়েছেন ২০ হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় সীমান্তে জড়ো হয়েছেন তারা। তবে অনুপ্রবেশ ঠেকাতে আগের মত কঠোর সতর্কতামূলক অবস্থায় রয়েছেন বিজিবি সদস্যরা। এছাড়া টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিনই রোহিঙ্গা প্রবেশ অব্যাহত আছে।

৩৪ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমেদ জানিয়েছেন, তিন হাজারের মতো রোহিঙ্গা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নিয়েছেন। বিজিবি এসব রোহিঙ্গাকে নিরাপত্তার কারণে রাতের বেলায় এগোতে দিচ্ছে না। তবে তাদের মানবিক সাহায্য সহযোগিতা দেয়ার কথা তিনি স্বীকার করেছেন।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, বুধবার সন্ধ্যায় রোহিঙ্গারা নাফ নদী পার হয়ে দলে দলে এপারে আসতে শুরু করেন। প্রায় তিন হাজার রোহিঙ্গা আঞ্জুমানপাড়া এলাকায় অবস্থান করছেন।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে গত ২৫ আগস্ট থেকে দেশ ছাড়তে শুরু করেন রোহিঙ্গারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর দেয়া তথ্যমতে এ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করেছে ছয় লাখ সাত হাজারের বেশি রোহিঙ্গা। তবে স্থানীয়দের দাবি এ সংখ্যা অনেক আগেই ছাড়িয়ে গেছে।

Logo-orginal