, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

এখন থেকে দেশেই থাকব”লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি

প্রকাশ: ২০১৭-১১-২৩ ১৩:৪৩:২৩ || আপডেট: ২০১৭-১১-২৩ ১৩:৪৩:২৩

Spread the love

এখন থেকে দেশেই থাকব”লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি
আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি নিজের সমর্থকদরেকে আশ্বস্ত করে বলেছেন, তিনি এখন থেকে দেশেই থাকবেন। সৌদি আরব থেকে ঘোষণা করা পদত্যাগের বিষয়টি স্থগিত করার পর তিনি গতকাল (বুধবার) একথা বলেছেন।

সাদ হারিরি তার ভাষায় বলেন, “আমি আপনাদের সঙ্গেই আছি, আমরা একসঙ্গে থাকব। আমরা হলাম সংযমী ও স্থিতিশীলতাকামী লোকজন। স্বাধীনতার দিনে আমরা সবাই বলতে এসেছি যে, দেশের চেয়ে দামী আর কিছু নেই। আমাদের কাছে দেশের চেয়ে বড় কিছু নেই।”

সাদ হারিরি লেবাননে ফিরে আসার পর তাকে অভিনন্দন জানাতে তার বাড়ির সামনে সমর্থকরা জড়ো হন। এসময় তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সাদ হারিরি বলেন, “আমাদের নীতি কখনো পরিবর্তন হবে না এবং আমাদের স্লোগান হবে ‘লেবানন প্রথম’।”

গত ৪ নভেম্বর সৌদি আরবে গিয়ে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেয়ার পর প্রায় দুই সপ্তাহ পর সাদ হারিরি মঙ্গলবার লেবাননে ফেরেন। বিদেশে অবস্থান করার সময় লেবাননের সমস্ত রাজনৈতিক দল তাকে দেশে ফেরার জন্য অনুরোধ করেছে।# পার্সটুডে,

Logo-orginal