, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

এরদোগানকে বিতর্কে অংশ নিতে চ্যালেঞ্জ করেছেন প্রধান বিরোধী দলের নেতা কেমাল কিলিকদারগ্লো”

প্রকাশ: ২০১৭-১১-১৯ ১৯:৪৪:৫৯ || আপডেট: ২০১৭-১১-১৯ ১৯:৪৪:৫৯

Spread the love

এরদোগানকে বিতর্কে অংশ নিতে চ্যালেঞ্জ করেছেন প্রধান বিরোধী দলের নেতা কেমাল কিলিকদারগ্লো"
এরদোগানকে বিতর্কে অংশ নিতে চ্যালেঞ্জ করেছেন প্রধান বিরোধী দলের নেতা কেমাল কিলিকদারগ্লো”
আরটিএমনিউজ২৪ডটকম,নিউজ ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে একটি টেলিভিশন বিতর্কে অংশ নিতে চ্যালেঞ্জ করেছেন দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কেমাল কিলিকদারগ্লো ।

সামাজিক নিরাপত্তা প্রশাসনের (এসএসকে) প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে কিলিকদারগ্লো’র দুর্নীতি সম্পর্কে এরদোগানের সমালোচনার জবাবে তিনি এই চ্যালেঞ্জ করেন।

শুক্রবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ টেকিরড্যাগে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

এরদোগানকে উদ্দেশ্য করে কিলিকদারগ্লো বলেন, ‘আপনার যদি সাহস থাকে এবং আপনি যে অনন্যসাধারণ প্রতিভার দাবি করছেন তা যদি থাকে, তাহলে আমার মুখোমুখি হন। আমি আপনাকে দেখিয়ে দেব ‘অনন্যসাধারণ প্রতিভা’ কী। কিন্তু কেন আপনি আমার মুখোমুখি হচ্ছেন না?’

১৯৯০ এর দশকে কিলিকদারগ্লো সামাজিক নিরাপত্তা প্রশাসনের (এসএসকে) প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ব্যাপক দুনীর্তির অভিযোগ আনেন এরদোগান। তিনি প্রতিষ্ঠানটিকে দেউলিয়ায় পরিণত করেন বলে এরদোগানের অভিযোগ।
এর জবাবে সিএইচপি নেতা বলেন, ‘এই ১০ বছরে সেনাবাহিনীর ইন্সপেক্টররা ইতোমধ্য এই অভিযোগের তদন্ত করেছে। তারা আমার বিরুদ্ধে দুর্নীতির বিন্দুমাত্র প্রমাণ খুঁজে পায়নি।’

তিনি আরো বলেন, ‘আমার পদত্যাগের সময় সেখানে ২.৩ বিলিয়ন লিরা ঘাটতি ছিল। কিন্তু আজ সেখানে ২১ বিলিয়ন লিরা ঘাটতি রয়েছে। কেন এটা ঘটল?’

কিলিকদারগ্লোর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এরদোগান বলেছেন যে, মূল্যস্ফীতির হিসাবে ওই সময়ের ২ বিলিয়ন লিরার বর্তমান মূল্য প্রায় ৪০ বিলিয়ন লিরার সমান।

১৭ নভেম্বর তারিখে ক্ষমতাসীন জাস্টিজ এন্ড ডেভেলপমেন্ট পার্টির (এ কে) স্থানীয় নেতাদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ‘অ্যাকাউন্ট সম্পর্কে কিলিকদারগ্লোর প্রাথমিক জ্ঞান নেই। তিনি এটিকে দেউলিয়ায় পরিণত করেছিলেন কিনা তার বিচারের ভার জনগণের কাছে ছেড়ে দিলাম।’

সিএইচপি নেতা এরদোগানের মন্তব্যের সমালোচনা করে বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি টেলিভিশন বির্তকের আহ্বান জানায়।

তিনি বলেন, ‘আপনার যদি সাহস থাকে তাহলে আমার সম্মুখে বসুন এবং আমাকে মোকাবেলা করুন।’

‘ট্যাক্সের অফ-শোর অ্যাকাউন্ট’ ব্যবহারের জন্য তিনি এরদোগানের ছেলেদের তীব্র সমালোচনা করেন। সূত্র: হুরিয়াত ডেইলি নিউজ।

Logo-orginal