, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কাতার সংকট নিরসনে কুয়েত সফরে এরদোয়ান (ভিডিওসহ)

প্রকাশ: ২০১৭-১১-১৫ ০০:৪৮:১৬ || আপডেট: ২০১৭-১১-১৫ ১৮:০২:১৭

Spread the love

কাতার সংকট নিরসনে কুয়েত সফরে এরদোয়ান
কাতার সংকট নিরসনে কুয়েত সফরে এরদোয়ান
আরটিএমনিউজ২৪ডটকম, মধ্যপ্রাচ্যে: কুয়েতে পৌছেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ।

আজ মঙ্গলবার (১৪নভেম্বর) দুপুরে তুর্কি এয়ার ওয়েজের বিশেষ বিমানে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সস্ত্রীক মিঃ এরদোগান।

কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরাধ এবং দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করতে কুয়েত সফরে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

মঙ্গলবার তিনি কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল জাবের আল সাবাহ-এর সঙ্গে বৈঠকে মিলিত হন। কুয়েতের রাজকীয় বায়ান প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুই নেতা সরাসরি বিনিয়োগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

কুয়েতের প্রধানমন্ত্রী জাবের আল মুবারাক আল হামাদ আল সাবাহ এবং দেশটির স্পিকার মারজুক আল ঘানিমের সঙ্গেও সাক্ষাতে মিলিত হন এরদোয়ান। এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তুর্কি প্রেসিডেন্ট।

মিঃ এরদোগানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ইমাইনি এরদোগান, তুর্কি সেনাপ্রধান জেনারেল হূলুসি আকার,আইন মন্ত্রী আবদুল হামিদ, পররাষ্ট্র মন্ত্রী মেভলুট,অর্থ মন্ত্রী নিহাদ যাইবিকিসি, খনিজ সম্পদ মন্ত্রী বেরাট আল বারে প্রমুখ।

এর আগে কুয়েতের আমীর ও প্রধানমন্ত্রী বিমানবন্দরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে লাল গালিচা সংবর্ধনা জানান

ক/১৪১১১৭

Logo-orginal