, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

কেরানীহাটে ঝুঁকিপুর্ণ গ্যাস বিক্রি উচ্ছেদ করা হোক

প্রকাশ: ২০১৭-১১-২৯ ০৬:৪৪:৫২ || আপডেট: ২০১৭-১১-২৯ ০৬:৪৭:১৯

Spread the love

ফাইল ছবি

আরটিএমনিউজ২৪ডটকম: সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকাটি একটি জনবহুল এবং ব্যস্ততম ব্যবসায়িক কেন্দ্র। বান্দরবান সড়কের প্রবেশ মুখেই ডান পার্শ্বে একটি খোলা জায়গায় বছরাধিকাল যাবত সম্পূর্ণ অরক্ষিতভাবে প্রকাশ্যে দিন–রাত অবাধে প্রাকৃতিক গ্যাস বিক্রি অব্যাহত রয়েছে। এর পাশেই রয়েছে একটি পোশাক কারখানা, হাসপাতালসহ শত শত দোকানপাট। চারটি বৃহৎ আকারের ট্রাকের অভ্যন্তরে সারিবদ্ধভাবে গ্যাস ভর্তি করে সিলিন্ডার সাজিয়ে রেখে পাইপের (নজর) সাহায্যে যাত্রীবাহী সিএনজি, মাইক্রোতে দেদারছে গ্যাস বিক্রি করা হচ্ছে। অনুমোদনহীন অবৈধভাবে আলোচ্য এই ব্যবসার আড়ালে এলাকার চিহ্নিত ৫০ জনের একটি শক্তিশালী সিন্ডিকেট জড়িত। কতিপয় লোকজন টাকা বিনিয়োগ করে শহর থেকে ট্রাকযোগে গ্যাস পরিবহন করে কেরানীহাট মহাসড়কে দুটি এবং বান্দরবান সড়কের মুখেই দু’টি ট্রাকে করে দিনরাত গ্যাস বিক্রি করছে। অদক্ষতা আর সচেতনতার অভাবে যে কোন সময় গ্যাস বিস্ফোরণ ঘটে হতাহতের ঘটনা ঘটতে পারে। তখন গোটা এলাকা মৃত্যুপুরীতে পরিণত হবে নিঃসন্দেহে। তখন এর দায়ভার কে নিবে? ঘটনা ঘটার আগেই আমরা প্রতিরোধ করি না–ঘটনা ঘটার পর পর আমাদের প্রশাসনের টনক নড়ে। স্থানীয় ব্যবসায়ীরা এই অবৈধ ব্যবসার সিন্ডিকেটের হামলা–মামলার ভয়ে কোন প্রতিবাদ করার সাহস পায় না।

অন্যদিকে, উপজেলা মাসিক আইন–শৃঙ্খলা ও সমন্বয় সভায় এ বিষয়ে জনপ্রতিনিধিদের একাধিকবার অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত অভিযানে দুই–তিন বন্ধ থাকার পর আবার গ্যাস বিক্রি শুরু হয়। যেন মনে হয়, প্রশাসনও এই সিন্ডিকেটের হাতে পরাজিত! তাই সময় থাকতে কালক্ষেপন না করে বোমার উপর ভাসমান কেরানীহাটের এ দুটি স্থান থেকে ঝুঁকিপূর্ণ গ্যাস ভর্তি চারটি ট্রাক স্থায়ীভাবে উচ্ছেদের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে গোটা কেরানীহাট তথা সহস্রাধিক ব্যবসায়ীদেরকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। –

এম. আমিন উল্লাহ মেজু, আগ্রাবাদ, চট্টগ্রাম।

সূত্র: দৈনিক আজাদী

Logo-orginal