, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

নিত্যপণ্যের উচ্চমূল্যে দিশেহারা স্বল্প ও মধ্যম আয়ের মানুষ

প্রকাশ: ২০১৭-১১-০৪ ০০:৫২:৫৫ || আপডেট: ২০১৭-১১-০৪ ০০:৫২:৫৫

Spread the love

নিত্যপণ্যের উচ্চমূল্যে দিশেহারা স্বল্প ও মধ্যম আয়ের মানুষ
নিত্যপণ্যের উচ্চমূল্যে দিশেহারা স্বল্প ও মধ্যম আয়ের মানুষ
নিউজ ডেস্কঃ নিত্যপণ্যের উচ্চমূল্যে দিশেহারা স্বল্প ও মধ্যম আয়ের মানুষ। বিশেষ করে শাক-সবজির অতিরিক্ত দাম প্রভাব ফেলছে তাদের উপার্জনে। আর অতি জরুরি সবজি কিনতে গিয়ে বাজেটে কাঁটছাট করতে হচ্ছে, বাদ পড়ে যাচ্ছে অন্যান্য প্রয়োজনীয় জিনিস। বিক্রেতারা জানিয়েছেন, উচ্চমূল্যের কারণে তাদেরও পণ্য বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে।

সবজির বাজারের অস্থিরতা যেন কাটছেই না। গত সপ্তাহের চেয়ে অধিকাংশ সবজির দাম বাড়তির দিকে। কোন সবজিই ৬০ টাকার নিচে কেনা সম্ভব নয়। শিমসহ কয়েকটি মৌসুমী সবজির দাম ১২০ টাকায় ঠেকেছে।

মৌসুমি সবজির উচ্চমূল্য মানতে পারলেও সারাবছর যে সবজি পাওয়া যায় সেগুলোর দাম কেন সাধ্যের মধ্যে নেই তা নিয়ে প্রশ্ন ক্রেতাদের। তাদের সেই পুরোনো অভিযোগ, সাধারণ মানুষের নাভিঃশ্বাস উঠলেও সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা নেই। আবার বাজারভেদে দামের তারতম্যও মানতে পারছেন না অনেকে।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, মোকাম থেকেই বেশি দামে সবজি কিনছেন তারা। কাজেই বেশি দামে বিক্রি করতে গিয়ে বিবাদে জড়াতে হচ্ছে তাদের। শীতের সবজি বাজারে আসলে দাম কিছুটা কমে আসবে বলেও মনে করছেন তারা। সবজির উচ্চমূল্যে অনেকেই সান্তনা খুঁজছেন মাছ-মাংসের বাজারে। কিন্তু আগে থেকেই পকেটে টান পড়ার কারণে পরিমাণে কম কিনছেন অধিকাংশ ক্রেতা।#বাংলাভিশন।

Logo-orginal